ডেস্ক রিপোর্টঃ
নওগাঁয় আনারুল (২৭) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২ ডিসেম্বর) বেলা ১২ টার সময় শহরের লিটন ব্রিজের নিচ থেকে লাশ উদ্ধার করা হয়।
নিহত আনারুল রংপুর কাউনিয়া থানার মৃত সিরাজুল ইসলামের ছেলে। দীর্ঘদিন থেকে সে নওগাঁ শহরের রজাকপুর বৌ-বাজার এলাকায় থাকত।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা ১১ টার সময় ব্রিজের নিচে ময়লা ফেলার সময় কম্বল জরানো অবস্থায় দেখতে পাওয়া যায়। এরপর স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয়রা জানান, ২০০৩ সালের দিকে আনারুলের মা মারেয়া যাবার পর থেকে নওগাঁয় বাবা এবং দুই বোন নিয়ে থাকতে শুরু করে। বাবা মারা যাবার পর সে সবসময় নেশা করে ঘোরাফেরা করত। বোনদের কারো কোন খোঁজ কেউ জানে না।
এবিষয়ে নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নওগা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।


