ডেস্ক রিপোর্টঃ
নওগাঁ জেলার বদলগাছী উপজেলার মিঠাপুর এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে নওগাঁ পরিবেশ অধিদপ্তরের একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
বুধবার (৩ ডিসেম্বর) সকালে নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার এর নেতৃত্বে উপজেলার মিঠাপুর মেসার্স ফাইম ইটভাটা, মেসার্স আলফালা ব্রিকস্ ও মেসার্স নয়ন ব্রিকস্ নামক ইটভাটার পরিবেশগত ছাড়পত্র ও ইট পোড়ানো লাইসেন্স ব্যতীত পরিচালিত বিরুদ্ধে ৩টি মামলা দায়ের করা হয়। মোট ৪০ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।
এ সময় তাৎক্ষনিকভাবে জরিমানার অর্থ প্রদান করে ভবিষ্যতে জেলা প্রশাসনের অনুমোদন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং প্রয়োজনীয় সকল বিধি বিধান অনুসরণ করে ইট ভাটা পরিচালনা করার শর্তে এবং পুনরায় এই একই অপরাধ না করার শর্তে সতর্ক করে।
উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন। জেলা পুলিশ ও ব্যাটিলিয়ন আনসারের একটি চৌকস দল মোবাইলে কোর্টে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এধরণের অভিযান অব্যাহত থাকবে।


