শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুর থানার অফিসার ইনচার্জ হিসেবে সোমবার (৮ ডিসেম্বর) যোগদান করেছেন মোঃ ইব্রাহীম আলী। সকালেই তিনি বগুড়ায় এসে থানায় উপস্থিত হন এবং দুপুরে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
ওসি ইব্রাহীম আলী আগে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) দায়িত্বে ছিলেন। তিনি কুষ্টিয়া সদর উপজেলার নিজ বাসিন্দা।
যোগদানের সময় তিনি বলেন, “শেরপুরে আইনশৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের কাছে পুলিশিং সেবা পৌঁছে দেওয়া আমার অগ্রাধিকার। স্থানীয়দের সঙ্গে কাজ করে মাদক ও সন্ত্রাসমুক্ত একটি শান্তিপূর্ণ শেরপুর গড়ে তুলতে চাই। সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।”


