Day: ডিসেম্বর ৮, ২০২৫
ডেস্ক রিপোর্টঃতারুণ্য নির্ভর নতুন বাংলাদেশ গঠণে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক নওগাঁয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসনের সহযোগিতার জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসের উপপরিচালক আবু সালেহ মো. মাসুদুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি রায়হান, সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক আজাদ হোসেন মুরাদ, ছাত্র প্রতিনিধি আরমান হোসেন, ফরিদ আলম, শিক্ষার্থী সুরাইয়া চৈতিসহ অন্যান্যরা। সভায় বক্তারা বলেন জ্ঞান, নৈতিকতা ও ইতিবাচক চিন্তাধারায় সজ্জিত তরুণরাই ভবিষ্যতের নেতৃত্ব দেবে।
শেরপুর (বগুড়া) প্রতিনিধি:বগুড়ার শেরপুর থানার অফিসার ইনচার্জ হিসেবে সোমবার (৮ ডিসেম্বর) যোগদান করেছেন মোঃ ইব্রাহীম আলী। সকালেই তিনি বগুড়ায় এসে থানায় উপস্থিত হন এবং দুপুরে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। ওসি ইব্রাহীম আলী আগে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) দায়িত্বে ছিলেন। তিনি কুষ্টিয়া সদর উপজেলার নিজ বাসিন্দা। যোগদানের সময় তিনি বলেন, “শেরপুরে আইনশৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের কাছে পুলিশিং সেবা পৌঁছে দেওয়া আমার অগ্রাধিকার। স্থানীয়দের সঙ্গে কাজ করে মাদক ও সন্ত্রাসমুক্ত একটি শান্তিপূর্ণ শেরপুর গড়ে তুলতে চাই। সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।”
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃনওগাঁর পত্নীতলায় পুষ্টি, বহু উপাদানযুক্ত অনুপুষ্টি এবং ওয়াশ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ এবং স্বাস্থ্য সহায়ক উপকরণ বিপি মেশিন বিতরণ করা হয়েছে। সোমবার (৮ নভেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় ও দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের আয়োজনে সিএইচসিপি, সেকমো, এফডব্লিউভিদের নিয়ে প্রশিক্ষণে উপজেলা শ্বাস্থ্য কেন্দ্র হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম খালিদ সাইফুল্লাহর সভাপতিত্বে এসময় প্রশিক্ষণ সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাষ্ট এর ডা. গীতা রাণী দেবী, ডা. বিথী মজুমদার, দি হাঙ্গার প্রজেক্টের টেকসই পুষ্টির লক্ষে বৈশ্বিক জোট কর্মসুচির টেকনিক্যাল এক্সপোর্ট ডা. সুবীর খিয়াং বাবু, পত্বীতলা স্বাস্থ্যকেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার ডা. দেবাশীষ…
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধিঃনওগাঁর রাণীনগরে চলতি বছরের রবি মৌসুমে উপজেলার মাঠে মাঠে আগাম জাতের সরিষার ফুলে ফুলে মাঠ জুড়ে হলুদের সমারোহ। আগাম জাতের সরিষার বাম্পার ফলনের সম্ভবনা দেখা দিয়েছে। ইতিমধ্যে অন্যান্য সাথী ফসলের পাশাপাশি সরিষা গাছের হলুদ ফুলের সমারোহে ঢেকে গেছে পুরো মাঠ। বিশেষ করে মিরাট ইউনিয়নের আতাইকুলা মৃধাপাড়া এলাকায় যমুনা নদীর তীরবর্তী এলাকায় সরিষার হলুদ ফুল দেখে কৃষকের মুখে হাসি ফুটছে ভালো ফলনের আশায়। এই সরিষা বিক্রি করে অনেক কৃষক ইরি-বোরা ধান চাষের দিকে ঝুঁকে পরবে। গত রোপা-আমন মৌসুমে এই উপজেলায় দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ফলন বিপর্যয় হয়েছে।এই ক্ষতি পুষে নিতে কৃষকরা এবার কিছুটা আগেই ইরি-বোরা ধান চাষে মনযোগ দিবে এমনটাই…
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:দীর্ঘ প্রায় ছয় মাস ভারপ্রাপ্ত কর্মকর্তা দিয়ে পরিচালিত হওয়ার পর অবশেষে নওগাঁর আত্রাই উপজেলা পেল নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। শেখ মো. আলাউল ইসলাম সোমবার (৮ ডিসেম্বর) বেলা ৪টায় আনুষ্ঠানিকভাবে তাঁর দায়িত্বভার গ্রহণ করেছেন। এর আগে তিনি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। নতুন ইউএনও-এর আগমনে আত্রাই উপজেলা প্রশাসনের দাপ্তরিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে স্থানীয় জনগণ আশা করছেন। গতকাল সোমবার তাঁর যোগদানের পরপরই উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক নবাগত ইউএনও-কে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। দায়িত্ব গ্রহণের পর নবাগত ইউএনও…
ডেস্ক রিপোর্টঃনওগাঁর পোরশায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় মজিবর রহমান (৫৬) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ ডিসেম্বর) সকালে মরদেহটি উদ্ধার করা হয়। মজিবর রহমান উপজেলার মর্শিদপুর ইউনিয়নের গোরখাই গ্রামের মৃত ধলা মন্ডলের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মজিবর রহমান গতকাল রবিবার সকালে বাড়ি থেকে বের হয়ে যায়। সন্ধ্যায় বাড়ি না ফিরলে পরিবারের সদস্যরা খোঁজাখুজি শুরু করে। খোঁজাখুজির এক পর্যায়ে আজ সকালে বাড়ির পাশে ঘোলাকুড়ি এলাকার একটি গাছের ডালে তার মরদেহ ঝুলে থাকতে দেখেন। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, খবর পেয় ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার…
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:নওগাঁর ধামইরহাটে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) বিকাল ৫টায় আগ্রাদ্বিগুন উচ্চ বিদ্যালয়ে ওই ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে দোয়া মাহফিল ও নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক ও নওগাঁ-২ আসনের বিএনপির দলীয় মনোনীত এমপি প্রার্থী মো. সামসুজ্জোহা খান। উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে নির্বাচনী কর্মী সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দীক নান্নু। উপজেলা বিএনপির সদস্য আনিসুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য…
সাগর মিয়া, রংপুরঃরংপুর মেট্রোপলিটন পুলিশ আইন ২০১৮ এর ৯৩ ধারায় পরিচালিত এক অভিযানে রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানা জুয়ার আসর থেকে দুইজনকে হাতেনাতে গ্রেফতার করেছে। সোমবার (০৮ ডিসেম্বর) রাত ১টা ৪৫ মিনিটের দিকে এ অভিযান পরিচালিত হয়। থানা সূত্রে জানা যায়, ডিসি ক্রাইমের নির্দেশনায় ও হারাগাছ থানার অফিসার ইনচার্জ আজাদ রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মোবাইল ডিউটিতে থাকাকালীন খবর পান যে কার্তিক (বেঙ্গলস মাঠ) এলাকার জনৈক আশরাফুল ইসলামের বাঁশঝাড়ে জুয়ার আসর বসেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত সেখানে পৌঁছালে উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও দুইজনকে হাতেনাতে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলো— মোঃ ফারুক মিয়া (৪৪), পিতা-মৃত…










