শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় মোবাইল কোর্টের আদেশে বগুড়ার বনমরিচা গ্রামের মোঃ আইযুব আলীর ছেলে মোঃ রাজু প্রামানিক এর বিরুদ্ধে কারাদণ্ড কার্যকরের জন্য পরোয়ানা জারি করেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহমুদুল হাসান।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ৯ ডিসেম্বর মোবাইল কোর্টের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ এর ৯(১)(গ) ও ৩(১) ধারা লঙ্ঘনের অপরাধে রাজু প্রামানিককে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। আদালতের আদেশে বলা হয়, দোষী সাব্যস্ত আসামিকে অবিলম্বে কারাদণ্ড কার্যকর করার জন্য বগুড়া কেন্দ্রীয় কারাগারে পাঠাতে হবে।
এ প্রেক্ষিতে বগুড়া কেন্দ্রীয় কারাগারের সিনিয়র তত্ত্বাবধায়ক বরাবর পাঠানো পরোয়ানায় উল্লেখ করা হয়, উক্ত আসামিকে জেলহাজতে গ্রহণ করে আইন অনুযায়ী দণ্ড কার্যকর করতে হবে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহমুদুল হাসানের স্বাক্ষর ও আদালতের সিলমোহরযুক্ত এ পরোয়ানা আজ জারি করা হয়।


