Day: ডিসেম্বর ৯, ২০২৫
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃনিয়ামতপুওে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধ হোক, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত হোক, এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার দিবসটি পালনে র্যালী, আলোচনা সভা ও আদর্শ নারীদেও সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এমন অনুষ্ঠানের আয়োজন করে। এর আগে একটি র্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিখা রানীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্শিদা খাতুন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা সাদেকুর রহমানসহ বিভিন্ন দপ্তরের…
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃবাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ), নওগাঁ জেলার পত্নীতলা উপজেলা শাখার কমিটি অনুমোদন করা হয়েছে। স্থানীয় সাংবাদিকদের অধিকার আদায়ের লক্ষ্যে সম্প্রতি ১৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করে বিএমএসএফ-এর ঢাকা কেন্দ্রীয় কার্যালয়ে প্রেরণ করলে মঙ্গলবার ৯ ডিসেম্বর কেন্দ্রীয় কমিটির সভাপতি আহমেদ আবু জাফর স্বাক্ষরিত পত্রে ১ বছর মেয়াদী কমিটি অনুমোদন করা হয়। অনুমোদিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন- সভাপতি দৈনিক সোনালী সংবাদ এর উপজেলা প্রতিনিধি ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক দৈনিক সংগ্রাম পত্রিকার উপজেলা প্রতিনিধি মনিরুজ্জামান চৌধুরী (মিলন চৌধুরী) সহ-সভাপতি পদে শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে মাহমুদুন্নবী, আইন বিষয়ক সম্পাদক পদে এ্যাড আব্দুল্লাহ হেল কাফি, প্রচার সম্পাদক পদে রুপল হোসেন, নির্বাহী সদস্য হিসাবে আছেন…
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:নওগাঁর আত্রাই থানাপুলিশ বিশেষ অভিযান চালিয়ে মাদক মামলার পলাতক আসামীসহ মোট ৫জনকে গ্রেফতার করেছে। সোমবার (৮ ডিসেম্বর) রাত থেকে মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে। আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান, সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলার মারিড়য়া গ্রামের জালাল উদ্দীনের ছেলে কেরামত আলী, নওদুলী মধ্যপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে সোহেল রানা, জামগ্রামের গোলাম মহিউদ্দীনের ছেলে লতিফুল কবির ও বলরাম চক চৌধুরীপাড়ার ওসমান সরকারের ছেলে ওয়াজ করুনীকে গ্রেফতার করা হয়। তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আদালতের পরোয়ানা ছিল। এছাড়া…
শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃমাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় মোবাইল কোর্টের আদেশে বগুড়ার বনমরিচা গ্রামের মোঃ আইযুব আলীর ছেলে মোঃ রাজু প্রামানিক এর বিরুদ্ধে কারাদণ্ড কার্যকরের জন্য পরোয়ানা জারি করেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহমুদুল হাসান। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ৯ ডিসেম্বর মোবাইল কোর্টের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ এর ৯(১)(গ) ও ৩(১) ধারা লঙ্ঘনের অপরাধে রাজু প্রামানিককে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। আদালতের আদেশে বলা হয়, দোষী সাব্যস্ত আসামিকে অবিলম্বে কারাদণ্ড কার্যকর করার জন্য বগুড়া কেন্দ্রীয় কারাগারে পাঠাতে হবে। এ প্রেক্ষিতে বগুড়া কেন্দ্রীয় কারাগারের সিনিয়র তত্ত্বাবধায়ক বরাবর পাঠানো পরোয়ানায় উল্লেখ করা হয়, উক্ত আসামিকে জেলহাজতে গ্রহণ করে আইন…
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃনওগাঁর ধামইরহাটে মজিবুর রহমান মেমোরিয়াল ফাউন্ডেশনের আয়োজনে মাধ্যমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ট থেকে ৮ম শ্রেণীর মোট ২৭টি মাধ্যমিক বিদ্যালয়ের ১হাজার ২৯ জন শিক্ষার্থীকে নিয়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসময় বৃত্তি পরিক্ষায় উপস্থিত ছিলেন, মজিবুর রহমান মেমোরিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাপার সাধারণ সম্পাদক মো. আলমগীর কবির, অ্যাকাডেমিক সুপার ভাইজার কাজল কুমার সরকার, চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও মাধ্যমিক বৃত্তি পরীক্ষার সমন্বয়ক খেলাল ই রব্বানী, সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহমান, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও যুবদল নেতা জাহাঙ্গীর আলম লিটন, বালিকা উচ্চ…
সাগর মিয়া, রংপুরঃরংপুর মহানগরের হারাগাছ থানায় পুলিশি অভিযানে ১,৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় তিনজনকে গ্রেফতার করা হয় এবং দুইজন পলাতক রয়েছে। রবিবার (০৮ ডিসেম্বর) রাত ১০টা ৩৫ মিনিটে এ অভিযান পরিচালনা করা হয়। ডিসি ক্রাইমের নির্দেশনা ও হারাগাছ থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ হারাগাছ থানার জিডি নং ৩৪২ মূলে মাদকবিরোধী টহল ডিউটিতে ছিলেন। রাত ৯টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, কার্তিক কিশামত হাজির বাজার (বাধের পাড়) এলাকায় পলাতক আসামী মোঃ রাশেদুল ইসলামের বসতবাড়িতে তার স্ত্রী ও সহযোগীরা ইয়াবা ক্রয়–বিক্রয় করছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে পালানোর…
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:পত্নীতলা থানায় নতুন অফিসার ইনচার্জ আসাদুজ্জামান আসাদ (ওসি) যোগদান উপলক্ষে পত্নীতলা উপজেলা ও নজিপুর পৌরসভার জামায়াতের নেতৃবৃন্দের উদ্যোগে একটি সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার রাত ৮টা, থানার অফিসার ইনচার্জের কক্ষে এই সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে উপস্থিত ছিলেন— জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক ভাইস-চেয়ারম্যান, পত্নীতলা জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী, সহকারী অধ্যাপক মাওলানা মোঃ হাবিবুর রহমান,পত্নীতলা উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ আব্দুল মুকিম,উপজেলা সেক্রেটারি মাওলানা মোঃ হারুনুর রশিদ,নজিপুর পৌরসভার আমির মোহাম্মদ মোফাসসিল হক, নজিপুর পৌরসভার সেক্রেটারি প্রভাষক আব্দুর রউফ,জামায়াত নেতা হারুনুর রশিদ, আবু হেনা মোস্তফা কামাল, অ্যাডভোকেট আকতার ফারুক,যুব সভাপতি সোহেল রানাসহ আরও অনেকে। নতুন যোগদানকৃত অফিসার…
মান্দা (নওগাঁ) প্রতিনিধি:নওগাঁর মান্দা উপজেলায় গত ২৫ (নভেম্বর) রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের ঘটনায় বিষ্ণুপুর ইউনিয়নের দুটি পরিবার প্রায় নিঃস্ব হয়ে যায়। তাদের ঘরে থাকা আসবাপত্র, ধান, চাল, গবাদি পশুর সহ সব কিছুই পুড়ে ছাই হয়ে যায়। সেই মুহূর্তে উপজেলা প্রশাসন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে শুকনো খাবার, কাপড়, কম্বল বিতরণ করেন। আজ ৯ ডিসেম্বর দুপুরে উপজেলা প্রশাসন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ক্ষতিগ্রস্ত সেই দুইটি পরিবারের সদস্যদের ঘরবাড়ি মেরামতের জন্য দুই বান্ডিল করে চার বান্ডিল ঢেউটিন এবং নগদ ৬,০০০ টাকা করে ১২,০০০ টাকা বিতরণ করেন। বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আখতার জাহান…










