রম্য লেখক, আমিনুল হকঃ
নওগাঁর সংবাদজগতে যুক্ত হল নতুন এক অধ্যায়– দৈনিক বরেন্দ্রকণ্ঠ । স্থানীয় সাংবাদিকতা, সংস্কৃতি ও গনমানুষের কথা তুলে ধরার প্রত্যয়ে প্রকাশিত এই পত্রিকাটি ইতিমধ্যে নওগাঁবাসীর আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিনত হয়েছে । অভিজ্ঞ সাংবাদিক বেলায়েত হোসেনের সম্পাদনায় প্রকাশিত বরেন্দ্রকণ্ঠের লক্ষ্য কেবল খবর পরিবেশন করা নয়, বরং সত্য, ন্যায় ও জনসমর্থনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া ।
বরেন্দ্র অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য ও সম্ভাবনাকে দেশব্যাপী তুলে ধরার অঙ্গীকার নিয়ে পত্রিকার যাত্রা শুর হয়েছে । নওগাঁ, রাজশাহী ও বগুড়াসহ বরেন্দ্র ভূমির কৃষি; শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য ও উন্নয়নচিত্র প্রতিদিনেরপাতায় স্থান পারে এখানে । শহরের পাশাপাশি গ্রামের সাধারণ মানুষের সমস্যা, সফলতা ও স্বপ্ন– সব কিছুকেই সমান গুরুত্ব দেবে বরেন্দ্রকন্ঠ ।
ডিজিটাল যুগের সঙ্গে তাল মিলিয়ে পত্রিকাটিয অনলাইন সংস্কারও চালু করা হয়েছে; যাতে দেশ বিদেশে ছড়িয়ে থাকা নওগাঁবাসী নিজ অঞ্চলের খবর সহজেই জানতে পারে ।
দৈনিক বরেন্দ্রকন্ঠের আত্মপ্রকাশ শুধু একটি নতুন পত্রিকার সূচনা নয়, বরং এটি নওগাঁর সাংবাদিক সমাজের নতুন উদ্যম ও দায়িত্ববোধের প্রতীক। সত্যনিষ্ঠ সাংবাদিকতা ও জনমুখী সংবাদ পরিবেশনের মাধ্যমে বরেন্দ্রকনঠ হয়ে উঠবে এই অঞ্চলের মানুষের কন্ঠস্বর– একটি নির্ভরযোগ্য, প্রাণবন্ত ও যুগোপযোগী সংবাদ মাধ্যম ।


