Day: ডিসেম্বর ২০, ২০২৫
আক্কেলপুর (জয়পুরহাট) সংবাদদাতা : জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় টাকা চুরির অভিযোগে নির্যাতনের মাধ্যমে এক মাইক্রোবাস চালককে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্ত্রী ইউপি সদস্যসহ চার জনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলার পর পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে। নিহত মাইক্রোবাস চালকের নাম সুজন মন্ডল (৩০)। তিনি উপজেলার কাশিড়া পুকুরপাড় গ্রামের বাসিন্দা ওসমান আলীর একমাত্র ছেলে। মামলার সূত্রে জানা যায়, গত ১৭ ডিসেম্বর সন্ধ্যায় আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের পাকুরডাড়িয়া গ্রামে সুজনের খালু আব্দুল কুদ্দুসের বাড়িতে টাকা চুরির অভিযোগ তোলা হয়। এ অভিযোগে তাকে মারধর করা হয়। পরে গোপিনাথপুর ইউনিয়ন পরিষদের সদস্য সেলিম হোসেন জিজ্ঞাসাবাদের নামে সুজনকে কাশিড়া বাজারের হাট অফিসে নিয়ে যান। সেখানে তাকে…



