নওগাঁ বদলগাছি সংবাদদাতাঃ
নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নওগাঁ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে।
ডিবি সূত্রে জানা যায়, গত ২০ ডিসেম্বর ২০২৫ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে বদলগাছি থানাধীন ঝিঝিপুর মিনি স্টেডিয়ামের পশ্চিম পাশে রাত আনুমানিক ১০টার দিকে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে তল্লাশি করে একজনের বহন করা লাগেজ থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— ১. আব্দুল্লাহ (২৪), পিতা: মৃত ওয়াহেদ আলী, গ্রাম: কদমতলা বারোপুতা, থানা: শার্শা, জেলা: যশোর।
২. জলিল মন্ডল (৫০), পিতা: মৃত আব্বাস মন্ডল, গ্রাম: লক্ষ্মীকুল, থানা: বদলগাছি, জেলা: নওগাঁ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল্লাহ জানায়, পলাতক আসামি ছগির (৪৬), পিতা: মৃত ছলেমান ফকির, গ্রাম: পশ্চিম মিঠাখালী, থানা: মঠবাড়িয়া, জেলা: পিরোজপুর—এর পৃষ্ঠপোষকতায় পিরোজপুর থেকে গাঁজা সংগ্রহ করে নওগাঁ জেলার বদলগাছি থানার বিভিন্ন এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে আনা হয়েছিল।
জলিল মন্ডলের সহায়তায় তারা ঝিঝিপুর মিনি স্টেডিয়ামের পাশে অবস্থান করছিল।
এ ঘটনায় পলাতক ছগিরসহ মোট ৩ জনকে আসামি করে বদলগাছি থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ প্রসঙ্গে নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন,
“জেলা গোয়েন্দা শাখাসহ সকল থানাকে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।”


