রংপুর সংবাদদাতাঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুর সদর–৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক মো. সামসুজ্জামান সামুর পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করা হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) বিকেলে নগরীর কাচারী বাজার এলাকায় অবস্থিত জেলা নির্বাচন অফিসে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বিএনপির প্রার্থীর পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করেন নির্বাচন পরিচালনা কমিটি ও দলটির মহানগর এবং জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর সদর–৩ নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সুলতান আলম বুলবুল, মহানগর বিএনপির নেতা আলহাজ্ব সালেকুজ্জামান সালেক, জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, মহানগর বিএনপির সদস্য রফিকুল ইসলাম, মহানগর মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট শফি কামাল, মহিলা দলের সাধারণ সম্পাদক আরজানা বেগম, জেলা বিএনপির সদস্য মাসুক জালাল রাহাত, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আল ইমরান সুজন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহ জিল্লুর রহমান জেমসসহ মহানগর ও জেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
মনোনয়ন ফরম উত্তোলন শেষে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সুলতান আলম বুলবুল বলেন, বিএনপির পক্ষ থেকে রংপুর সদর–৩ আসনে মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আজ তার পক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম উত্তোলন করা হলো। তিনি আরও বলেন, ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে নেতাকর্মীরা কাজ করবে বলে আশা প্রকাশ করেন।


