মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর মান্দায় পুকুরে ডুবে বায়েজিদ (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার ২২ (ডিসেম্বর) সকালে উপজেলার প্রসাদপুর ইউনিয়নের পূজাঘাটী গ্রামে এ হৃদয়বিদায়ক ঘটনা ঘটে।
নিহত বায়েজিদ উপজেলার গণেশপুর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের জুয়েল হোসেনের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, শিশুটি তার নানাবাড়ি পুজাঘাটি গ্রামে বেড়াতে এসে কয়েকদিন ধরে অবস্থান করছিল। ঘটনার দিন সকালে পরিবারের সদস্যরা নিজেদের কাজে ব্যস্ত থাকাকালে শিশুটি বাড়ির উঠানে খেলছিল। খেলতে খেলতে সবার অগোচরে বায়েজিদ বাড়ির পাশের পুকুরের ধারে চলে যায় এবং একপর্যায়ে পানিতে পড়ে যায় বলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ধারণা করা হচ্ছে দীর্ঘ সময় শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে শিশুটিকে ভেসে উঠতে দেখে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের ভাষ্যমতে, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু ঘটে।
এ মর্মান্তিক ঘটনায় শিশুটির পরিবারে নেমে এসেছে গভীর শোক। কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। শিশুটির অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া।
এ ব্যাপারে জানতে চাইলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কে এম মাসুদ রানা জানান আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।


