অন্তর্বর্তী সরকার গণমাধ্যমগুলোকে সতর্ক করে জানিয়েছে, দণ্ডপ্রাপ্ত ও অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য বা অডিও সম্প্রচার সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯–এর আওতায় গুরুতর লঙ্ঘন হিসেবে গণ্য হবে। এ ধরনের কার্যকলাপে জড়িত গণমাধ্যমের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার স্বাক্ষরিত এক সরকারি বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, সম্প্রতি কিছু গণমাধ্যম আদালত ও আইনের নির্দেশনা উপেক্ষা করে উসকানিমূলক বক্তব্য প্রচার করেছে, যা দেশের স্থিতিশীলতা ও গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়ার জন্য ঝুঁকিপূর্ণ।
সরকার বলেছে, এই গুরুত্বপূর্ণ সময়ে গণমাধ্যমকে দায়িত্বশীল হতে হবে এবং কোনো বিভ্রান্তি বা সহিংসতা উসকে দেওয়ার মতো বক্তব্য প্রচার থেকে বিরত থাকতে হবে।
অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আরও জানানো হয়, আইন অমান্য করে নিষিদ্ধ বা উসকানিমূলক বক্তব্য প্রচার করলে সংশ্লিষ্ট গণমাধ্যম বাংলাদেশের প্রচলিত আইনের আওতায় জবাবদিহির মুখোমুখি হবে।


