

নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার গুঞ্জন সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন বদলগাছীর চাকরাইল গ্রামের সমাজসেবক মোস্তফা অলি আহমেদ রুমী চৌধুরী।
রবিবার বিকেলে নওগাঁ জেলা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, বিগত সময়ে তিনি রাজনৈতিক দলের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদের নির্বাচিত প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। জনগণের কল্যাণে যথাসাধ্য চেষ্টা করলেও ব্যক্তিগত কারণে ২০১৯ সাল থেকে তিনি রাজনৈতিক কার্যক্রম থেকে স্বেচ্ছায় অবসর নেন।
সম্প্রতি বিভিন্ন জাতীয় দৈনিকে তাকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মনোনয়ন প্রত্যাশী হিসেবে প্রচার করা হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, “৩১ জুলাই ও ১ আগস্ট দৈনিক আমার দেশ এবং ৫ সেপ্টেম্বর বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত সংবাদ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমি কোনো রাজনৈতিক দলের প্রাথমিক সদস্য নই, কোনো প্রকার রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত নই।”
তিনি আরও বলেন, সংবাদগুলো তাকে উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্ত করার জন্য প্রকাশিত হয়েছে। এ ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার জন্য তিনি সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে তিনি এলাকাবাসীসহ গণমাধ্যমকর্মীদের কাছে এ বিষয়ে সঠিক তথ্য তুলে ধরতে অনুরোধ জানান।