 
নওগাঁর আত্রাইয়ে ব্যাটারিচালিত চার্জার ভ্যান উল্টে চাপা পরে তাওহিদ হোসেন (৩) নামে এক শিশু নিহত হয়েছে।সোমবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টার সময় উপজেলার জাতোপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই গ্রামের নাঈম হোসেনের ছেলে।
শিশু তাওহিদের চাচা জাহাঙ্গীর আলম জানান,জাতোপাড়া গ্রামে বালুপয়েন্ট এলাকা থেকে অটো চার্জার ভ্যান দিয়ে শ্রমীকরা বালু পরিবহন করছিলেন। এসময় চালক ভ্যান রেখে একটু অদুরে গেলে খেলার ছলে শিশু তাওহিদ ভ্যানে চরে পিকআপ টানলে ভ্যানটি সড়কের নিচে খাদে পরে যায়। এতে শিশু তাওহিদ ভ্যানের নিচে চাপা পরে গুরুত্বর আহত হয়। আহত শিশুকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষনা করেন।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, এঘটনায় এখনো কেউ থানায় কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



 
									 
					