Day: অক্টোবর ২৬, ২০২৫
বরিশালে গৃহবধূকে গণধর্ষণের মামলায় চার যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রবিবার (২৬ অক্টোবর) দুপুরে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রফিকুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন— মো. রাসেল গাজী, মো. রোকন খান, মো. রাজিব জমাদ্দার ও মো. জাহিদ হাওলাদার। আদালত তাদের প্রত্যেককে মৃত্যুদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা করে জরিমানা করার আদেশ দিয়েছেন। মামলার নথি অনুযায়ী, ২০১৬ সালের ৯ নভেম্বর বিকেলে আসামি রাসেল গাজী প্রতিবেশী এক গৃহবধূর ঘরে প্রবেশ করে ধর্ষণের চেষ্টা চালান। ব্যর্থ হয়ে ক্ষুব্ধ রাসেল পরদিন (১০ নভেম্বর) সন্ধ্যায় তার সহযোগী রোকন, রাজিব ও জাহিদকে নিয়ে পরিকল্পিতভাবে ওই গৃহবধূকে অপহরণ করেন। তারা ভুক্তভোগীকে অটোরিকশায় তুলে…
জয়পুরহাটের কালাই উপজেলায় রাইস মিলে পানিতে ডুবে তিন বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।রবিবার (২৬ অক্টোবর) বেলা তিনটার দিকে কালাই পৌরসভার পাঁচশিরা বাজার এলাকায় মেসার্স ভাই ভাই চালকলের চাতালে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম আবু বক্কর সিদ্দিক (৩)। সে গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার কামদিয়া ইউনিয়নের হাপানিয়া গ্রামের অহিদুল সরকারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবু বক্করের বাবা-মা ওই রাইস মিলে ধান শুকানোর কাজ করেন। দুপুরে শিশুটি খেলার সময় চাতালের সিঁড়ি বেয়ে উপরে ওঠে এবং অসাবধানতাবশত পানির হাউসে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশুটিকে খুঁজে না পেয়ে আশপাশে খোঁজ শুরু করলে তাকে পানির ভেতর থেকে উদ্ধার করা হয়।…
নওগাঁর ধামইরহাটে স্থানীয় সরকার পর্যায়ে জলবায়ু সহনশীল সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানইজেশান (ইএসডিও) এর আয়োজনে সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর নির্বাহী কর্মকর্তা সজল কুমার মন্ডল। এ সময় আরও বক্তব্য রাখেন, ধামইরহাট পৌর বিএনপির সভাপতি শহিদুর রহমান সরকার, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান, চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এস.এম খেলাল ই রব্বানী, সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান, ইএসডিও এর কো-অর্ডিনেটর মিউনি সিপালিটি লিয়াজো রেদওয়ানুর রহমান, ক্যাপাসিটি বিল্ডিং কো-অর্ডিনেটর প্রনব কুমার, ওয়ার্ল্ড ভিশনের এপি ম্যানেজার ম্যানুয়েল হাঁসদা, সাংবাদিক হারুন আল রশীদ, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহিদুল ইসলাম সবুজ, বীরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বারী পলাশসহ বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিবৃন্দ প্রমুখ।
সরকারি বরাদ্দের টাকা আত্মসাৎসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগের প্রমাণ মেলায় নওগাঁর নিয়ামতপুর উপজেলার দামপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পারভীন বেগমের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। প্রাথমিক তদন্তে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা মেলার পরেও ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত অথবা অন্য প্রতিষ্ঠানে বদলি না করায় ক্ষুব্ধ এলাকাবাসী। উপজেলা ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পারভীন বেগমের বিরুদ্ধে বিদ্যালয়ের নামে দেওয়া সরকারি বরাদ্দের টাকা আত্মসাৎসহ নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে গত ২০ জুলাই মাসে এলাকাবাসীর পক্ষে জুলফিকার আলী নামে এক ব্যক্তি অভিযোগ করেন। লিখিত অভিযোগে সরকারি বরাদ্দের টাকা আত্মসাৎ ছাড়াও ওই শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ে…
নওগাঁর রাণীনগরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তাকিমা খাতুন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসান।অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলামসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তারা। ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আসন্ন রবি মৌসুমে গম, সরিষা, বোরো ধান, সূর্যমুখী, চিনাবাদাম, পেঁয়াজ, মুগ, মসুরসহ বিভিন্ন ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,…
নওগাঁর আত্রাই উপজেলাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে ঢাকাগামী সকল আন্তঃনগর ট্রেনের স্টপেজ এবং স্টেশনটির আধুনিক সংস্কারের দাবিতে রোববার (২৬ অক্টোবর) এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আত্রাই উপজেলাবাসীর ব্যানারে এই মানববন্ধনটি সকাল ১০ টায় আত্রাই রেলওয়ে স্টেশন চত্বরে অনুষ্ঠিত হয়। দাবি আদায়ে শত শত মানুষ ব্যানার ও প্ল্যাকার্ড হাতে অংশ নেন। মানববন্ধনে প্রধান পৃষ্ঠপোষক ছিলেন এবং বক্তব্য রাখেন, নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের জামায়াত ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী, নওগাঁ জেলা কর্মপরিষদ সদস্য ও পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ খবিরুল ইসলাম। তিনি বলেন, আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনটি আত্রাই উপজেলাবাসীর জন্য যোগাযোগের লাইফলাইন। অথচ অত্যন্ত পরিতাপের বিষয়, এই গুরুত্বপূর্ণ স্টেশনটি আজ অবহেলিত।…
নওগাঁর বদলগাছী উপজেলায় ডাব চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম আসলাম হোসেন (৪৫)। তিনি উপজেলার কোলা ইউনিয়নের পারিচা গ্রামের মোলায়েম এর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার ভোররাতে বদলগাছী উপজেলার আক্কেলপুর মধ্যে পাড়া (মণ্ডল পাড়া) গ্রামে মুসা নামে এক ব্যক্তির পুকুরপাড়ে ডাব গাছে উঠেছিলেন। ধারণা করা হচ্ছে, ডাব চুরি করার সময় তিনি গাছ থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে সকালে স্থানীয়রা গাছের নিচে ডাব সহ লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে বদলগাছী থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, “প্রাথমিকভাবে ধারণা…
মানব সমাজের ইতিহাস আর অভিবাসনের ইতিহাস একই সময়ের। অভিবাসন মানুষের জন্মগত অধিকার। মানুষ বহু যুগ থেকেই এক দেশ থেকে অন্য দেশে এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে পাড়ি জমিয়েছে নানা কারণে, বন্যা, খরা, রাজনৈতিক, ধমীয়, কখনো বা কাজের সন্ধানে নিজের ভাগ্য পরির্বতনের আশায়। এটা মানুষের অধিকার, প্রত্যেক রাষ্ট্রের উচিত এমন অধিকার খর্ব না করা। সারা পৃথিবীতে যে শ্রম অভিবাস হয় এর বড় অংশ বাংলাদেশের। ১৯৭৬ সাল থেকে আনুষ্ঠানিকভাবে শ্রম অভিবাসন শুরু হয়। ৬ হাজার ৭৮ জন নিয়ে যে অভিবাসন শুরু হয়েছিল, বর্তমানে ১০০ টিরও বেশি দেশে প্রায় ১ কোটি ৫০ লাখ অভিবাসী নানা ধরনের কাজে নিয়োজিত। এক সময় প্রচলিত ধারনা ছিল…
পাবনায় ট্রাকের ধাক্কায় স্কুল শিক্ষার্থীসহ অটোভ্যানের তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। রোববার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের বাঙ্গাবাড়িয়া এলাকায় ঢাকা–পাবনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আতাইকুলা থানার ধর্মগ্রামের ভ্যানচালক আকরাম আলী (৫৬), স্থানীয় ক্যাডেট কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী গয়েশপুর ইউনিয়নের জাফরাবাদ এলাকার শামসুল মোল্লার মেয়ে তাসনিয়া (১৩) ও পঞ্চমপুর গ্রামের আহমদ আলীর ছেলে নুর মোহাম্মদ তোহা (১৩)। এখনও আহতদের নাম পরিচয় জানা যায়নি। মাধপুর হাইওয়ে থানা পুলিশের ওসি মোস্তাফিজুর রহমান জানান, সকালে একটি অটোভ্যান পাবনার দিকে যাচ্ছিল। পথে পেছন থেকে দ্রুতগামী একটি ট্রাক ভ্যানটিকে সজোরে ধাক্কা দিলে সেটি উল্টে…
শীতের আগমনে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে। আশ্রয় ও শীতকালীন সহায়তা সামগ্রী প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েল, ফলে বিপদে পড়েছেন লক্ষাধিক বাস্তুচ্যুত ফিলিস্তিনি। এমন তথ্য জানিয়েছে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ। শনিবার (২৫ অক্টোবর) বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ইউএনআরডব্লিউএ এক বিবৃতিতে জানায়, শীতপ্রবণ গাজায় আশ্রয় ও উষ্ণতার প্রয়োজন দিন দিন বাড়ছে। কিন্তু বাস্তুচ্যুত পরিবারগুলোর জন্য নির্ধারিত তাঁবু, কম্বল ও অন্যান্য শীতকালীন সামগ্রী এখনো জর্ডান ও মিসরে সংস্থাটির গুদামেই আটকে আছে। সংস্থাটি মানবিক সহায়তা অবাধে প্রবেশের অনুমতি দিতে ইসরায়েলকে আহ্বান জানিয়েছে। এর আগে বৃহস্পতিবার ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান এক সিনিয়র সরকারি কর্মকর্তার বরাত দিয়ে…












