শেরপুর (বগুড়া) সংবাদদাতা :
বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের সাগরপুর জিরো পয়েন্ট ব্র্যাক বটতলে অবস্থিত নুরে মাদিনা হাফেজিয়া কওমি মাদরাসা ও লিল্লাহ বোডিংয়ে এতিম ও অসহায় ছাত্রদের নিয়ে রোববার (২১ ডিসেম্বর) সকালে অনুষ্ঠিত হয়েছে মনোজ্ঞ পিঠা উৎসব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন মাদরাসার আজীবন দাতা সদস্য ও অস্ট্রেলিয়া প্রবাসী মোঃ গোলাম আজম।
এ সময় আরও উপস্থিত ছিলেন মাদরাসার পরিচালক কে এম নাসের, বুলবুল আহম্মেদ, সোহেল রানা, সাদ্দাম হোসেন, মোঃ আজিজুর রহমান পলাশ, আবুল বাশার, সিহাবুল ইসলাম, মোঃ খান জাহান, মোঃ রুবেল হোসেন; উপদেষ্টা মাওলানা মোঃ শহিদুল ইসলাম, মোঃ মিজানুর রহমান মিজান, মোঃ হেলাল উদ্দিন; সহ-দাতা সদস্য মোঃ হালিমুজ্জামান টুটুল, আবু মান্নাফ, সোহেল রানা এবং মাদরাসার অন্যান্য শিক্ষক-কর্মকর্তা ও দাতা সদস্যবৃন্দ।
পিঠা উৎসবে এতিম ও অসহায় ছাত্ররা বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী পিঠা তৈরি করে অংশ নেয়। অনুষ্ঠানে আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে পিঠা পরিবেশন ও খাওয়া-দাওয়া করা হয়।
অনুষ্ঠানের এক পর্যায়ে মাদরাসার পক্ষ থেকে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ এবং আজীবন দাতা সদস্য মোঃ গোলাম আজমকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
মাদরাসা সংশ্লিষ্টরা জানান, এ ধরনের আয়োজনের মাধ্যমে এতিম ও অসহায় ছাত্রদের মনে আনন্দ ছড়িয়ে দেওয়া এবং তাদের মাঝে সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখার প্রয়াস চালানো হয়। উৎসবটি স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।


