ডেস্ক রিপোর্টঃ
তারুণ্য নির্ভর নতুন বাংলাদেশ গঠণে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক নওগাঁয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসনের সহযোগিতার জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসের উপপরিচালক আবু সালেহ মো. মাসুদুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি রায়হান, সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক আজাদ হোসেন মুরাদ, ছাত্র প্রতিনিধি আরমান হোসেন, ফরিদ আলম, শিক্ষার্থী সুরাইয়া চৈতিসহ অন্যান্যরা।
সভায় বক্তারা বলেন জ্ঞান, নৈতিকতা ও ইতিবাচক চিন্তাধারায় সজ্জিত তরুণরাই ভবিষ্যতের নেতৃত্ব দেবে।


