মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর মান্দা উপজেলায় গত ২৫ (নভেম্বর) রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের ঘটনায় বিষ্ণুপুর ইউনিয়নের দুটি পরিবার প্রায় নিঃস্ব হয়ে যায়। তাদের ঘরে থাকা আসবাপত্র, ধান, চাল, গবাদি পশুর সহ সব কিছুই পুড়ে ছাই হয়ে যায়। সেই মুহূর্তে উপজেলা প্রশাসন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে শুকনো খাবার, কাপড়, কম্বল বিতরণ করেন।
আজ ৯ ডিসেম্বর দুপুরে উপজেলা প্রশাসন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ক্ষতিগ্রস্ত সেই দুইটি পরিবারের সদস্যদের ঘরবাড়ি মেরামতের জন্য দুই বান্ডিল করে চার বান্ডিল ঢেউটিন এবং নগদ ৬,০০০ টাকা করে ১২,০০০ টাকা বিতরণ করেন।
বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আখতার জাহান সাথী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম,
নুরুল্লাহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাইদুল ইসলাম, প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।


