পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ), নওগাঁ জেলার পত্নীতলা উপজেলা শাখার কমিটি অনুমোদন করা হয়েছে। স্থানীয় সাংবাদিকদের অধিকার আদায়ের লক্ষ্যে সম্প্রতি ১৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করে বিএমএসএফ-এর ঢাকা কেন্দ্রীয় কার্যালয়ে প্রেরণ করলে মঙ্গলবার ৯ ডিসেম্বর কেন্দ্রীয় কমিটির সভাপতি আহমেদ আবু জাফর স্বাক্ষরিত পত্রে ১ বছর মেয়াদী কমিটি অনুমোদন করা হয়।
অনুমোদিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন- সভাপতি দৈনিক সোনালী সংবাদ এর উপজেলা প্রতিনিধি ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক দৈনিক সংগ্রাম পত্রিকার উপজেলা প্রতিনিধি মনিরুজ্জামান চৌধুরী (মিলন চৌধুরী) সহ-সভাপতি পদে শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে মাহমুদুন্নবী, আইন বিষয়ক সম্পাদক পদে এ্যাড আব্দুল্লাহ হেল কাফি, প্রচার সম্পাদক পদে রুপল হোসেন, নির্বাহী সদস্য হিসাবে আছেন টিপু সুলতান, মাসুদ রানা, মামুনুর রশীদ, রেজুয়ান হোসেন, জামিল আহম্মেদ, শাহারিয়ার শান্ত, লেমন হোসেন, রিফাত হোসেন, শাকিল হোসেন।
দায়িত্বপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, সাংবাদিকতা একটি স্বাধীন পেশা। সাংবাদিকদের অধিকার আদায়ে আমরা সব সময় কাজ করে যাবো।


