ডেস্ক রিপোর্টঃ
নওগাঁয় শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে মানবিক উদ্যোগ নিয়েছে নওগাঁ জেলা মিউজিক ফোরাম।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় সংগঠনটির উদ্যোগে শহরের মুক্তির মোড় বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে একটি উন্মুক্ত চ্যারিটি কনসার্টের আয়োজন করা হয়। এই কনসার্টের মূল উদ্দেশ্য হলো শীতবস্ত্র সংগ্রহ করা এবং সংগৃহীত শীতবস্ত্রগুলো নওগাঁ জেলার বিভিন্ন এলাকার প্রকৃত শীতার্ত মানুষের মাঝে বিতরণ করা।
আয়োজক মাহফুজুল ইসলাম মুন্না জানান, শীত মৌসুম এলেই দরিদ্র ও অসহায় মানুষের দুর্ভোগ বেড়ে যায়। সেই কষ্ট কিছুটা লাঘব করতেই এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কনসার্টে স্থানীয় জনপ্রিয় শিল্পীরা স্বেচ্ছায় অংশগ্রহণ করেন এবং দর্শক-শ্রোতাদের শীতবস্ত্র দিয়ে সহযোগিতার আহ্বান জানান।
সংগঠনটির সভাপতি কণ্ঠশিল্পী ক্যাপ্টেন জানান, এটি শুধু একটি সাংস্কৃতিক আয়োজন নয়, বরং মানবিক দায়বদ্ধতা থেকে নেওয়া একটি সামাজিক উদ্যোগ। তিনি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এই মহতী কাজে অংশগ্রহণ করার আহ্বান জানান।
উল্লেখ্য, কনসার্ট থেকে সংগৃহীত সকল শীতবস্ত্র স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে প্রকৃত শীতার্ত মানুষের মাঝে বিতরণ করা হবে।


