পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ
আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনে রাজনৈতিক অঙ্গনে নতুন গতি ও ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়েছে। নওগাঁ জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাবেক সহ-সভাপতি ও পত্নীতলা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব খাজা নাজিবুল্লাহ চৌধুরী আসন্ন জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণের লক্ষ্যে গতকাল শুক্রবার বিকেলে পত্নীতলা উপজেলা নির্বাচন কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন।
মনোনয়ন ফরম উত্তোলনকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ব্যাপক আলোচনা ও আগ্রহ লক্ষ্য করা গেছে। এ সময় উপস্থিত নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা জানান, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, ত্যাগ ও সাংগঠনিক দক্ষতার কারণে আলহাজ্ব খাজা নাজিবুল্লাহ চৌধুরী নওগাঁ-২ আসনের একজন যোগ্য, পরীক্ষিত ও গ্রহণযোগ্য প্রার্থী।
সাম্প্রতিক সময়ে নজিপুর বণিক সমিতির অনুষ্ঠিত নির্বাচনকে ঘিরেও রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে। আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ-এর নওগাঁ জেলা শাখার সভাপতি এবং পত্নীতলা তথা নজিপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক ভিপি ও যুবদলের প্রতিষ্ঠাকালীন পত্নীতলা উপজেলা সভাপতি আবু তাহের চৌধুরী মন্টুসহ অনেকের ধারণা—তৃণমূল পর্যায়ে আলহাজ্ব খাজা নাজিবুল্লাহ চৌধুরীর গ্রহণযোগ্যতা ও জনসমর্থন তুলনামূলকভাবে বেশি।
এ বিষয়ে শিহাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বলেন,
“তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে আলহাজ্ব খাজা নাজিবুল্লাহ চৌধুরীর ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে। তাঁর সততা, সাংগঠনিক দক্ষতা এবং মানুষের পাশে থাকার মানসিকতাই এই সমর্থনের মূল কারণ।”
মনোনয়ন ফরম উত্তোলনের মাধ্যমে আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে নওগাঁ-২ আসনে রাজনৈতিক তৎপরতা আরও গতিশীল ও আলোচনামুখর হয়ে উঠেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক ও সংশ্লিষ্ট মহল।


