রাণীনগর (নওগাঁ) স্ংবাদদাতাঃ
নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে উপজেলা আওয়ামী লীগের নেতা ও কালিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওহাব চাঁন (৫৭)কে গ্রেফতার করেছে পুলিশ ।
রবিবার সকাল ১২টায় অভিযান চালিয়ে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্দুল ওহাব চাঁন উপজেলার রাতোয়াল রাখালগাছী গ্রামের মৃত- গিয়াস উদ্দিনের ছেলে।
সে উপজেলার কালিগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য। রাণীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ জানান, গ্রেফতারকৃত আব্দুল ওহাব চাঁন কে রবিবার দুপুর ১২টায় তার নিজ এলাকা থেকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। সে কালিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য বলে জানা গেছে।


