মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী কারারক্ষী পলাশ আলী (২৮) নিহতের ঘটনায় ঘাতক বাসসহ এর চালককে গ্রেপ্তার করেছে মান্দা থানা পুলিশ।
সোমবার রাজশাহী মহানগরীর পবা এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত চালককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত চালকের নাম মো. ইস্কেন্দার মির্জা (৪৫)। তিনি রাজশাহীর পবা থানার মহান্দখালি গ্রামের মৃত: আব্দুস সাত্তারের ছেলে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ১৭ ডিসেম্বর বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে মান্দা উপজেলার মৈনম ইউনিয়নের ভোলা বাজার এলাকায় নওগাঁ-রাজশাহী মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত পলাশ আলী বগুড়া জেলা কারাগারে কারারক্ষী হিসেবে কর্মরত ছিলেন।
দুর্ঘটনার দিন তিনি মোটরসাইকেল যোগে নিজ কর্মস্থলের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান পলাশ। দুর্ঘটনার পর চালক বাসটি নিয়ে দ্রুত পালিয়ে যান।
এ ঘটনায় নিহতের বাবা মো. জুল্লুর রহমান বাদী হয়ে মান্দা থানায় সড়ক পরিবহন আইন ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করেন। মামলার পর মান্দা থানার এসআই আশীষ কুমার সান্যালের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে। আধুনিক তথ্য-প্রযুক্তি এবং স্থানীয় সোর্সের সহায়তায় ঘাতক বাসটিকে শনাক্ত করার পর রাজশাহী পবা উপজেলা এলাকায় অভিযান চালিয়ে চালক ইস্কেন্দার মির্জাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে মান্দা থানার এসআই আশীষ কুমার সান্যাল বলেন, দুর্ঘটনার পর চালক বাস নিয়ে আত্মগোপন করেছিলেন। আমরা বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করি এবং ঘাতক বাসসহ চালককে গ্রেপ্তার করতে সক্ষম হই। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে নওগাঁ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।


