মান্দা(নওগাঁ)প্রতিনিধি:
নওগাঁর মান্দা উপজেলায় “নতুন কুড়িঁ” একাডেমিক কোচিং সেন্টার-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) উপজেলার ১৪ নং বিষ্ণুপুর ইউনিয়নের চকশৈল্যা বাজারের কবিরাজ মার্কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন অনুষ্ঠিত হয়।
গোড়সার কলেজের অধ্যক্ষ,রেজাউল করিমের সভাপতিত্বে ও কালাম সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস. এম. গোলাম আজম।
এ ছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. শাহাদৎ হোসেন, প্রধান শিক্ষক, গোয়ালমান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়; মো. ইয়াছিন আলী মোল্লা, প্রধান শিক্ষক, বিষ্ণুপুর চকশৈল্যা বহুমুখী উচ্চ বিদ্যালয়; মো. জাহাঙ্গীর আলম, প্রধান শিক্ষক, ফতেপুর ২য় বি.এল উচ্চ বিদ্যালয়; মো. আ. লতিফ মৃধা, প্রধান শিক্ষক, চককামদেব বালিকা উচ্চ বিদ্যালয়; মো. হাবিবুর রহমান, প্রধান শিক্ষক, বিলবয়রা গয়েশিয়া উচ্চ বিদ্যালয়; এবং ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মানসম্মত শিক্ষা বিস্তারে এ ধরনের কোচিং সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ‘কুড়িঁ একাডেমিক কোচিং সেন্টার’ শিক্ষার্থীদের পাঠদানে কার্যকর অবদান রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।


