মান্দা(নওগাঁ)প্রতিনিধি:
নওগাঁ মান্দায় আত্রাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
আজ বুধবার ১৪ (জানুয়ারি) দুপুরে অভিযোগের উপজেলার ১৪ নং বিষ্ণুপুর ইউনিয়নের চকবালু গ্রামে এই মোবাইল কোর্ট পরিচালনা করেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ।
ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ বলেন- আমরা অভিযোগ পেয়েছি যে, আত্রাই নদী হতে অবৈধ ভাবে বালু উত্তোলন করে স্তূপ করে রাখা হচ্ছে বিক্রয়ের জন্য সেই ভিত্তিতে চকবালু গ্রামে অভিযান পরিচালনা করি। অভিযান কালে অভিযুক্ত কাউকে ঘটনাস্থলে না পাওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ২ টি বালুর স্তূপ জব্দ করা হয়। জব্দকৃত বালির দুটি স্তূপের সম্ভাব্য মূল্য ধরা হয় – ৬৩,৭৭০ টাকা।
উক্ত স্থানে তাৎক্ষণিকভাবে জব্দকৃত বালু নিলামে বিক্রয়ের আয়োজন করা হলে। বিডি জমা দানের মাধ্যমে ২১ জন ক্রেতা নিলামে অংশগ্রহণ করেন। তার মধ্যে
জোতবাজারের মৃত: তছির উদ্দিন এর ছেলে আব্দুস সালাম ৭১ হাজার টাকা মূল্যে নিলামে সর্বোচ্চ ডাক প্রদানকারী নির্বাচিত হন।
তবে উল্লেখ্য যে, নিলাম গ্রহীতা ভ্যাট, আয়কর ও প্রস্তাবিত মূল্য পরিশোধ সাপেক্ষে তাকে বালু গ্রহণের অনুমতি দেয়া হবে।


