Day: জানুয়ারি ১৪, ২০২৬
মান্দা(নওগাঁ)প্রতিনিধি:নওগাঁ মান্দায় আত্রাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। আজ বুধবার ১৪ (জানুয়ারি) দুপুরে অভিযোগের উপজেলার ১৪ নং বিষ্ণুপুর ইউনিয়নের চকবালু গ্রামে এই মোবাইল কোর্ট পরিচালনা করেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ। ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ বলেন- আমরা অভিযোগ পেয়েছি যে, আত্রাই নদী হতে অবৈধ ভাবে বালু উত্তোলন করে স্তূপ করে রাখা হচ্ছে বিক্রয়ের জন্য সেই ভিত্তিতে চকবালু গ্রামে অভিযান পরিচালনা করি। অভিযান কালে অভিযুক্ত কাউকে ঘটনাস্থলে না পাওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ২ টি বালুর স্তূপ জব্দ করা হয়। জব্দকৃত বালির দুটি স্তূপের সম্ভাব্য মূল্য ধরা…
ডেস্ক রিপোর্টঃ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’-এর আওতায় বুধবার বিকেলে নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ -এর নেতৃত্বে নওগাঁ সদর কোমাইগাড়ি বাইপাস এলাকায় শব্দদূষণের বিরুদ্ধে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে মানমাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টি করায় ০৪টি পরিবহনের নিকট হতে মোট ৩.৫ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয় এবং হাইড্রোলিক হর্ন জব্দ ও ধ্বংস করা হয়। এ সময় শব্দদূষণের বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং পরিবহনের গায়ে সচেতনতামূলক স্টিকার লাগিয়ে দেওয়া হয় । মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন। এছাড়া জেলা পুলিশের একটি চৌকস…




