দুই মাসেও শেষ হয়নি ব্রিজের কাজ, নৌকায় পারাপারে টাকা আদায়ের অভিযোগ
নওগাঁর আত্রাইয়ে খালের উপর নির্মাণাধীন ব্রিজের কাজ দীর্ঘসূত্রতার কারণে শেষ না হওয়ায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। অপরিকল্পিতভাবে তৈরি বিকল্প রাস্তা ও সাঁকো পানির নিচে তলিয়ে যাওয়ায় এখন এলাকার হাজারো মানুষ নৌকায় পারাপার করতে বাধ্য হচ্ছেন।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার শাহাগোলা-ভবানীপুর সড়কের তারাটিয়া এলাকায় রতন ডারার (খাল) উপর একটি পুরনো ব্রিজ ভেঙে নতুন ব্রিজ নির্মাণের উদ্যোগ নেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। প্রায় দুই বছর আগে পুরনো ব্রিজ ভেঙে ফেলার পর জনগণের চলাচলের জন্য খালের উপর একটি কাঠের সাঁকো তৈরি করা হয়।
কিন্তু সাঁকোটি খুব নিচু হওয়ায় গত বছরের বর্ষার সময়ই তা পানির নিচে তলিয়ে যায়। এ বছরও একই অবস্থা তৈরি হয়েছে। ফলে কয়েক গ্রামের মানুষ, বিশেষ করে শিক্ষার্থীরা, চরম ভোগান্তি নিয়ে নৌকায় পারাপার করছেন।
যাত্রীদের অভিযোগ, নৌকা পারাপার ফ্রি হওয়ার কথা থাকলেও একটি মহল জোরপূর্বক টাকা আদায় করছে। মাত্র ৫০ মিটার পথ পার হতে যাত্রীদের কাছ থেকে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে।
শ্রীরামপুর গ্রামের বাসিন্দা নাইম হোসেন বলেন,
“এই রাস্তা দিয়ে আমাদের এলাকার ৬/৭ গ্রামের মানুষ চলাচল করে। স্কুল-কলেজগামী শিক্ষার্থীদেরও এই পথ দিয়েই যাতায়াত করতে হয়। বিকল্প রাস্তা ডুবে যাওয়ায় আমাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জীবনের ঝুঁকি নিয়ে মোটরসাইকেল পারাপার করতে হচ্ছে।”
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) নিতিশ কুমার বলেন,
“এ ব্রিজের দরপত্র আহ্বান থেকে শুরু করে কার্যাদেশ সংক্রান্ত যাবতীয় বিষয় নওগাঁ নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে পরিচালিত হচ্ছে। আমরা কেবল কাজের তদারকির দায়িত্বে আছি। যত দ্রুত সম্ভব ব্রিজ নির্মাণ শেষ করার চেষ্টা করা হচ্ছে।”


