নওগাঁর ধামইরহাট সীমান্তে বিজিবির অভিযানে ৩শত পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩জন চোরাকারবারিকে আটক করা হয়েছে। বুধবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন পত্নীতলা ১৪বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন।
আটককৃতরা হলো- উপজেলার খেলনা ইউনিয়নের ফারুক হোসেনের ছেলে আনোয়ার হোসেন (৩০), শ্রী বিনয় চন্দ্র বর্মনের ছেলে শ্রী শান্ত বর্মন (২৮) ও উত্তরচকরহমত এলাকার মৃত গোলাম মোস্তফার ছেলে আতাবুল ইসলাম(৪০)।

বিজ্ঞপ্তিতে বিজিবি জানান, উপজেলার বস্তাবর বিওপির টহল কমান্ডার নায়েক মো. এরশাদ আলীর নেতৃত্বে একটি বিশেষ টহল দল উদয়শ্রী এবং বাদদীঘি এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে ৩শত পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাদের আটক করা হয়। এ ঘটনায় বিজিবির উপস্থিতি টের পেয়ে ১জন চোরাকারবারি পালিয়ে যায়। পরে ধৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে ধামইরহাট থানায় পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে।


