“মাদক ছেড়ে সবাই মাঠে চলি, সবাই মিলে ফুটবল খেলি”— এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর মান্দা উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ আগস্ট) বিকেল ৪টায় উপজেলার কয়াপাড়া কামারকুরি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ খেলায় অংশ নেন উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
উদ্বোধনী খেলায় উপজেলা প্রশাসন দল ১-০ গোলে উপজেলা সাংবাদিক একাদশকে পরাজিত করে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আক্তার জাহান সাথী, মান্দা থানার কর্মকর্তারা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলার উদ্বোধনকালে ইউএনও আক্তার জাহান সাথী বলেন, “আমাদের প্রাণের খেলা ফুটবল গ্রামগঞ্জে দিন দিন হারিয়ে যাচ্ছে। ফুটবল খেলাকে সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। যুবসমাজকে মাদকমুক্ত করতে সাংবাদিক ও সমাজের সকলকে এগিয়ে আসতে হবে। সাংবাদিকদের এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।”


