নওগাঁর মান্দায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জায়গায় দখল করে স্থায়ী স্থাপনা নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে একটি প্রভাবশালী মহল। স্থানীয়দের দাবি, কর্তৃপক্ষকে ম্যানেজ করেই এইসব অবৈধ দখল এবং স্থাপনা নির্মাণ চলছে।উপজেলার ১৩ নম্বর কশব ইউনিয়নের চকবালু আমিনগন্জ এলাকায় আত্রাই নদীর রক্ষা বাঁধের মেট্রেসিনের ওপর স্থায়ী পাকাঘর নির্মাণ করছেন চকবালু গ্রামের মৃত গোলাম আলীর ছেলে শাহজাহান ও তালপাতিলা গ্রামের বয়েন উদ্দিন সরকারের ছেলে ওয়াহেদ ঘর নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন। পানি উন্নয়ন বোর্ডের কর্তাদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছেন শাহজাহান এবং তার সহযোগী ওয়াহেদ আলী। এমন সংবাদ সংগ্রহ করতে গেলে ওয়াহেদ প্রথমে সাংবাদিকদের বাঁধা প্রদান করেন। পরে তিনি দাবি করেন, পানি উন্নয়ন বোর্ড তাঁকে কাজের অনুমতি দিয়েছে। কিন্তু কোন কাগজ দেখাতে পারেননি। সাংবাদিকদের হুমকি দিয়ে তিনি বলেন আমি কাজ করে যাচ্ছি করব এব্যাপারে পানি উন্নয়ন বোর্ড এবং আমি বিষয়টি বুঝবো। আপনাদেরকে কে পাঠিয়েছে।স্থানীয় বাসিন্দা লিয়াকত আলী, আবুহেনা ফেন্সি, শামসুল আলম শেখ, আব্দুল মতিন, বলেন নদী রক্ষা বাঁধ ও সরকারি জমির ওপর এ ধরনের স্থাপনা নির্মাণ নদী ও বাঁধের জন্য হুমকি তৈরি করবে। তাঁরা অবিলম্বে অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী, প্রবীর কুমার পাল টেলিফোনে বলেন, ইতিপূর্বে শাহজাহানকে দুইবার নোটিশ প্রদান করা হয়েছে প্রসিডিওর অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।


