মান্দায় শিক্ষা প্রতিষ্ঠানে বিশৃঙ্খলার বিরুদ্ধে প্রতিবাদ সভা

নওগাঁর মান্দায় শিক্ষা প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা ও মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ২টায় মান্দা এসসি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ শিক্ষক সমিতি মান্দা উপজেলা শাখার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা শাখার আহ্বায়ক ও মটগাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদরুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি (বাসিস) কেন্দ্রীয় কমিটির সদস্য ও নওগাঁ জেলা শাখার সভাপতি, সাহাপুর ডিএ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সরোয়ার স্বপন।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ছোট মুল্লুক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন সরদার, চককামদেব বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ মধা, কালিগ্রাম দোডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছার রহমান, চকদেবিরাম চকভোলায় আলিম মাদ্রাসার প্রভাষক দেলোয়ার হোসেন, রামনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ চন্দ্র সাহা, মিরপুর দাখিল মাদ্রাসার সুপার আব্দুর রকিব, ফতেপুর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আজিজুল হক, চকদেবিরাম চকভোলাই আলিম মাদ্রাসার প্রভাষক দেলোয়ার হোসেন, বালুবাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাকসহ অনেকে।

বক্তারা শিক্ষা প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান এবং শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp