নওগাঁয় সৌহার্দ্য সমাবেশ

নওগাঁয় সুধিজনদের নিয়ে সৌহার্দ্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালের দিকে নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আউয়াল এর সভাপতিত্ব উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া আফরিন, ১৪ বিজিবির উপ-অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, ১৬-বিজিবির কর্নেল আরিফুল ইসলাম মাসুম, সেনাবাহিনীর মেজর মো. কাওছার, নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু, সাধারন সম্পাদক মামুনুর রহমান রিপন, জেলা জামায়াতের সেক্রেটারি আ স ম সায়েম, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি রায়হান আলম, ছাত্র প্রতিনিধি ফজলে রাব্বীসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ, সাংবাদিক, ছাত্র প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গরা বক্তব্য রাখেন।

সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরা হয়। এসময় বক্তারা সমাজে বসবাসকারী সকল মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে বিভিন্ন পরামর্শ ও সিদ্ধান্ত গ্রহন করেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp