গত শুক্রবার ছিল চিত্রাঙ্কন, আবৃত্তি ও যন্ত্রসংগীত প্রশিক্ষণ প্রতিষ্ঠান ‘হাতেখড়ি’র অর্ধযুগ পূর্তি দিবস। এ উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ব্যতিক্রমে ও আকর্ষনীয় উপস্থাপনার মধ্য দিয়ে শুরু হয় সাংস্কৃতিক সন্ধ্যার।
অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল— ‘ছুটি একটি অনন্ত নক্ষত্রের ডাক’, যা শিশুদের সৃজনশীলতা ও সাংস্কৃতিক বিকাশের গভীর আহ্বান হিসেবে প্রতিফলিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই নওগাঁ সাংস্কৃতিক জগতের খ্যাতিমান ব্যক্তি মরহুম রফিকুদ্দৌলা রাব্বী’র স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পরিবেশিত হয় দলীয় স্মরণ সংগীত। এরপর পর্যায়ক্রমে শিশু-কিশোর শিক্ষার্থীদের পরিবেশনায় আবৃত্তি, ছড়া, কবিতা এবং তরুণ শিল্পীদের পরিবেশনায় কথামালা মঞ্চস্থ হয়। প্রতিটি পরিবেশনায় ছিল নতুন নতুন উপস্থাপনা ও দর্শক আকর্ষনের মনমুগ্ধ কৌশল। যা প্রাণ ভড়ে উপভোগ করে হল ভর্তি দর্শকরা।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান, সাবেক অধ্যক্ষ প্রফেসর ওয়ালিউল ইসলাম, নওগাঁ বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শরিফুর রহমান, নওগাঁ প্রেসক্লাবের সভাপতি রায়হান আলম, জেলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক বেলায়েত হোসেন, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন মুরাদ, সাধারণ সম্পাদক রিফাত হোসাইন সবুজ, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো: নবির উদ্দিন, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো: কায়েস উদ্দিন , সিনিয়র সাংবাদিক ফরিদুল করিম তরফদার, লেখক ও সংগঠক মনোয়ার লিটন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক ও জাতীয় নির্বাহী কাউন্সিলের সদস্য মো: সিরাজুল ইসলাম, ‘হাতেখড়ি’ প্রতিষ্ঠানের সভাপতি মাগফুরুল হাসান বিদ্যুৎ ও সাধারণ সম্পাদক নওরীন আখতার শারমিন।
আয়োজনে প্রায় চার শতাধিক সংস্কৃতিপ্রেমী দর্শক অংশ গ্রহণ করেন এবং শিশুদের উপস্থাপনায় মুগ্ধতা প্রকাশ করেন।
উৎসবের অংশ হিসেবে সকাল থেকে দিনব্যাপী চলেছে শিশু শিক্ষার্থীদের অর্ধশতাধিক চিত্রকর্ম নিয়ে একটি চিত্রপ্রদর্শনী, যা দর্শনার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।
‘হাতেখড়ি’ প্রতিষ্ঠানটি অর্ধযুগ ধরে নওগাঁয় শিশু-কিশোরদের মাঝে সংস্কৃতি চর্চা ও সৃজনশীলতায় বিশেষ অবদান রেখে চলেছে। যা জেলায় অনেক প্রতিষ্ঠান থেকে ‘হাতেখড়ি’ নিজেকে আলাদা ভাবে পরিচিত করেছে।


