শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলার বিভিন্ন মন্দির পরিদর্শন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে নওগাঁ জেলা জিয়া সংসদের আহ্বায়ক সেতু মৈত্র। বুধবার (১ অক্টোবর) বিকেলে সদর উপজেলা, রাণীনগর ও আত্রাই উপজেলার প্রায় অর্ধশতাধিক পূজামণ্ডপ তারা ঘুরে দেখেন।
জেলা জিয়া সংসদের আহ্বায়ক সেতু মৈত্রের নেতৃত্বে নেতারা পূজা উদযাপন কমিটির সঙ্গে মতবিনিময় করেন। তারা পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা, সজ্জা ও আয়োজন ঘুরে দেখেন এবং নির্বিঘ্নে পূজা উদযাপনের বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে আশ্বস্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জিয়া সংসদের সদস্য তারেক রহমান, সদস্য মৃম্ময় দাস দীপ, উপজেলা জিয়া সংসদের সভাপতি খন্দকার আব্দুর রশিদ হারুন, সিনিয়র সহ-সভাপতি মো. সাজিদ, সাধারণ সম্পাদক আকতার ফেরদৌস রানা, দপ্তর সম্পাদক মো. নজরুল ইসলাম রিপন ও ক্রীড়া সম্পাদক বিপ্লব সহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে নেতারা বলেন, দুর্গাপূজা শুধু হিন্দু ধর্মাবলম্বীদের নয়, এটি সবার আনন্দ-উৎসব। বাংলাদেশে সব ধর্মের মানুষ সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে একে অপরের সুখ-দুঃখ ভাগাভাগি করে। জিয়া সংসদ সব সময়ই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কাজ করে যাচ্ছে।


