নিয়ামতপুরে অবহেলায় অকার্যকর দুর্ঘটনা রোধের ম্যাজিক আয়না

নওগাঁর নিয়ামতপুর উপজেলার বিভিন্ন দুর্ঘটনাপ্রবণ সড়কের বাঁকে স্থাপন করা ‘ম্যাজিক আয়না’ এখন অবহেলা আর অযত্নে অকার্যকর হয়ে পড়েছে। একসময় এই আয়নাগুলো সড়ক দুর্ঘটনা রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও বর্তমানে সেগুলোতে মরিচা ধরেছে, ভেঙে গেছে কিংবা ধুলাবালিতে ঢেকে গেছে। ফলে আবারও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।

চালকদের নিরাপত্তা নিশ্চিত করতে এসব আয়না বসানো হয়েছিল, যাতে বাঁক ঘুরতেই বিপরীত দিক থেকে আসা যানবাহন চোখে পড়ে এবং চালক সতর্ক হতে পারেন। স্থানীয় আজিজ, করিমসহ অনেকে জানান—আয়না বসানোর পর দুর্ঘটনার আশঙ্কা অনেকটাই কমে গিয়েছিল। তখন এই উদ্যোগটি এলাকাজুড়ে প্রশংসিত হয়।

কিন্তু সময়ের সাথে সাথে প্রশাসনের নজরদারির অভাব স্পষ্ট হয়েছে। বর্তমানে বেশিরভাগ আয়না ভাঙা, বাঁকানো বা এতটাই অপরিষ্কার যে কাজে লাগানো যায় না।

এ প্রসঙ্গে স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রশাসন শুধু বসিয়ে দায়িত্ব শেষ করেছে। রক্ষণাবেক্ষণের কোনো ব্যবস্থা নেই। এখনই যদি এগুলো মেরামত বা প্রতিস্থাপন না করা হয়, তাহলে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।

সড়ক নিরাপত্তা বিশ্লেষকরাও মনে করছেন—শুধু নতুন স্থাপনা নির্মাণ নয়, সেগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণ করাও সমান গুরুত্বপূর্ণ। সামান্য অবহেলা বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে।

এ বিষয়ে নিয়ামতপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসীর দাবি, দ্রুত উদ্যোগ না নিলে দুর্ঘটনা রোধে নেওয়া এই প্রশংসিত প্রকল্প অচিরেই ব্যর্থতায় পরিণত হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp