নওগাঁ জেলার নিয়ামতপুর ও মহাদেবপুর উপজেলার সীমানায় চন্দননগর ইউনিয়নে অবস্থিত ছাতড়া বিল এখন পর্যটকদের কাছে এক জনপ্রিয় ভ্রমণকেন্দ্র হিসেবে পরিচিতি পেয়েছে। উপজেলা সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার উত্তরে অবস্থিত এ বিলটির আয়তন প্রায় ২৪ বর্গকিলোমিটার।
বর্ষাকালে ছাতড়া বিল পানিতে পরিপূর্ণ হয়ে তৈরি করে মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য। বিলের মাঝ দিয়ে যাওয়া সড়কপথ ও দুটি সেতু দর্শনার্থীদের কাছে বাড়তি আকর্ষণ যোগ করেছে। দিগন্তজোড়া বিস্তৃত এ বিলে নৌকাভ্রমণ এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই ছুটে আসছেন ভ্রমণপিপাসুরা।

শুধু ভ্রমণ নয়,এই বিলে মাছ ধরে জীবিকা নির্বাহ করছেন প্রায় এক হাজারেরও বেশি মানুষ। বিলের ভেতর দিয়ে প্রবাহিত একটি খাল গিয়ে মিশেছে শিব নদীর সাথে, যা এ জলাধারের প্রাকৃতিক সৌন্দর্যকে করেছে আরও বৈচিত্র্যময়।
স্থানীয় জেলে আব্দুল মান্নান বলেন,আমাদের জীবন-জীবিকা এই বিলে ওপর নির্ভরশীল। প্রতিদিন ভোরে আমরা নৌকা নিয়ে জাল ফেলতে যাই। এখান থেকে মাছ পেয়ে সংসার চলে। শুষ্ক মৌসুমে এই বিলের মাটিতে ধান রোপণ করি। তবে পর্যটকরা বেড়াতে এলে আমাদেরও ভালো লাগে।
বিলের সৌন্দর্য উপভোগে আশা শিক্ষার্থী সাদিয়া রহমান বলেন,ছাতড়া বিল সত্যিই অসাধারণ সুন্দর একটি জায়গা। নৌকায় ঘুরলে মনে হয় যেন প্রকৃতির কোলে আছি। বিশেষ করে সূর্যাস্তের সময় বিলের দৃশ্য মন কেড়ে নেয়। পরিবার ও বন্ধুদের নিয়ে ঘুরতে আসার জন্য এটি দারুণ জায়গা।
বিলের সৌন্দর্য বর্ধন প্রসঙ্গে নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ মুর্শিদা খাতুন বলেন,বিলের মাঝের রাস্তার দুই পাশে সৌন্দর্যবর্ধক বৃক্ষ রোপণ করা হবে। এছাড়া,রাতেও পর্যটকরা যাতে বিলের সৌন্দর্য উপভোগ করতে পারেন, সে জন্য সড়কটিতে সোলার বাতি স্থাপন করা হবে।
ঐতিহাসিক প্রেক্ষাপট স্পষ্ট না হলেও প্রাকৃতিকভাবে সৃষ্ট এ জলাধার সময়ের সাথে সাথে নওগাঁর একটি সম্ভাবনাময় পর্যটনকেন্দ্রে রূপ নিচ্ছে।


