পত্নীতলায় দুর্গা পূজা উদযাপনে প্রস্তুতিূলক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

নওগাঁর পত্নীতলায় আসন্ন শারদীয় দুর্গাপূজায় সুষ্ঠ ও শান্তিপূর্ন পরিবেশে উদযাপনের লক্ষে  প্রস্তুতিমূলক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় পত্নীতলা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  মো.আলীমুজ্জামান মিলনের সভাপতিত্বে সভায়  উপস্থিত ছিলেন সহকারী কমিশনার  (ভূমি) জুয়েল মিয়া, প্রকল্প বাস্তবায়ন অফিসার ( পিআইও) আব্দুর রহিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম খালিদ সাইফুল্লাহ, কৃষি  অফিসার কৃষিবিদ মো.সোহরাব হোসেন, প্রাণিসম্পদ অফিসার ডা.আশীষ কুমার দেবনাথ, নজিপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো.ফজলুল হক, সেনাক্যাম্প কমান্ডার ফজলে রাব্বী শুভ, থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ মো.এনায়েতুর রহমান, নজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.হাবিবুর রহমান মিন্টু, কৃঞ্চপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.নজরুল ইসলাম, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সবুজ সাহা নজিপুর প্রেস ক্লাবের অন্যতম সদস্য মামুনুর রশীদ প্রমূখ।

এ বছর উপজেলায় একযোগে ৭৮ টি মন্ডপে শারদীয়  দুর্গোৎসব পালিত হবে। দুর্গাপূজায় নিরাপত্তা বিষয়ে প্রশাসন বলেন,  উপজেলার প্রতিটি পূজামন্ডপে সিসিটিভি, স্বেচ্ছাসেবক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, পুলিশ সদস্য আনসার ও গ্রাম পুলিশ সদস্যরা  মোতায়েন সহ ভ্রাম্যমান টহল  থাকবে । পূজা চলাকালীন বিদ্যুৎ, স্বাস্থ্যসেবা ও ফায়ার সার্ভিস টিম প্রস্তুত থাকবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp