পত্নীতলায় বিজিবি’র অভিয়ানে পুশইন হওয়া  ১৬জন  বাংলাদেশী আটক  

নওগাঁ সীমান্তে বিএসএফ কর্তৃক পুশইন হয়ে  অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ১৬ জন বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোরে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদেরকে বাংলাদেশে পুশইন করার পর বিজিবি তাদের  আটক করে।

শুক্রবারে এক  প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) শীতল মাঠ বিওপির টহল দল সীমান্ত পিলার ২৫৪/১-এস এর কাছে  পুকুর ক্যাম্প থেকে পুশইন হওয়া এসব বাংলাদেশিকে আটক করে। আটকদের মধ্যে ৭ জন পুরুষ, ৪ জন নারী এবং ৫ জন শিশু রয়েছে।

আটকদের মধ্যে ১৫ জন নাটোর জেলার লালপুর উপজেলার কলোনীপাড়া গ্রামের বাসিন্দা।

আটককৃত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা বেশ কয়েক বছর পূর্বে রাজশাহী সীমান্ত দিয়ে ভারতে গিয়েছিল।

তাদের বিষয়ে বিস্তারিত তথ্য জানার জন্য  ও আত্নীয় স্বজনদের মাধ্যমে বাংলাদেশী জাতীয় পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধন সনদপত্র যাচাই বাছাই করতে  পত্নীতলা থানায় তাদেরকে হস্তান্তর করা হয়।

আটকৃতরা  হলেন – মোতালেব শেখ (৪৫), শফিকুল ইসলাম (৩৫), মজনু বিশ্বাস (৪৮), নয়ন খা (৬০), মুকুল শেখ (২৫), এলিনা খাতুন (২৮), মৃদুল শেখ (২০), সমির (১১), বিনা খাতুন (৩৫), মিম (৮), মরিয়ম খাতুন (১০), রোজিনা খাতুন (১৮), মিরা খাতুন (৮ মাস), জোসনা বেগম (৫০) ও জান্নাতুল সরকার (১০)। এছাড়াও পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার চরকুরুলিয়া গ্রামের বাসিন্দা মিরাজ শেখকে (১৮)।

এ বিষয়ে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) র অধিনায়ক ইকবাল হোসেন বিএসএফ কমান্ড্যান্টকে মোবাইল ফোনে  তীব্র প্রতিবাদ জানান। নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু/মাদক পাচার/ অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালান বিরোধী অভিযান বৃদ্ধিসহ সর্বাত্বক অভিযান অব্যাহত রাখবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp