
নওগাঁর সাপাহার উপজেলা যুবদলের আয়োজনে এক প্রাণবন্ত ও উৎসাহব্যঞ্জক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৫টায় সাপাহার জেলা পরিষদ ডাকবাংলোয় এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আক্কাস আলী, সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সদস্য মাহমুদুস সালেহীন, প্রধান বক্তা ছিলেন নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার (টিপু), বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন মুক্তার,এ কে এম রওশান উল ইসলাম – সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জেলা যুবদল, দেওয়ান মোস্তাকিম আহমেদ নিপু, রুবেল হোসেন, ময়নুল হক লিটন, কহিনুল ইসলাম মিলি, নাসিম ইকবাল পলাশ – যুগ্ম আহ্বায়ক, জেলা যুবদলের সদস্য জুয়েল হক, উপজেলা যুবদলের হাসনাত রেজা ও মুরাদ হোসেন প্রমুখ।
উপজেলার ৬ ইউনিয়ন থেকে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে মতবিনিময় সভায় সাপাহার উপজেলার ৬টি ইউনিয়নের যুবদলের সভাপতি, সম্পাদকসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।