Day: সেপ্টেম্বর ১০, ২০২৫
নওগাঁর সাপাহার উপজেলা যুবদলের আয়োজনে এক প্রাণবন্ত ও উৎসাহব্যঞ্জক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৫টায় সাপাহার জেলা পরিষদ ডাকবাংলোয় এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আক্কাস আলী, সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সদস্য মাহমুদুস সালেহীন, প্রধান বক্তা ছিলেন নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার (টিপু), বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন মুক্তার,এ কে এম রওশান উল ইসলাম – সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জেলা যুবদল, দেওয়ান মোস্তাকিম আহমেদ নিপু, রুবেল হোসেন, ময়নুল হক লিটন, কহিনুল ইসলাম মিলি, নাসিম ইকবাল…
চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা, প্রগতিশীল রাজনীতিক ও সমাজসেবক কমরেড ময়নূল হক মুকুল (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার বাদ যোহর নওগাঁ শহরের নওজোয়ান মাঠে রাষ্ট্রীয় মর্যাদা শেষে কেন্দ্রীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তাঁর জানাজায় রাজনৈতিক সহকর্মী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, ক্রীড়ামোদী মানুষ ও সর্বস্তরের জনগণ অংশ নেন। তাঁর মৃত্যুতে পুরো জেলায় নেমে এসেছে শোকের ছায়া। এর আগে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। কমরেড ময়নূল হক মুকুল ছিলেন…
কাতারে সামরিক আগ্রাসনের ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। বুধবার (১০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, এ ধরনের কর্মকাণ্ড কাতারের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার সুস্পষ্ট লঙ্ঘন। একইসঙ্গে এটি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের নীতিমালা ভঙ্গ করেছে। বিবৃতিতে বাংলাদেশ ভ্রাতৃপ্রতিম রাষ্ট্র কাতারের সরকার ও জনগণের প্রতি অবিচল সংহতি প্রকাশ করে। পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, এ ঘটনা আঞ্চলিক স্থিতিশীলতা, আন্তর্জাতিক শান্তি এবং প্রতিষ্ঠিত রীতিনীতির প্রতি ইসরায়েলের অব্যাহত অবজ্ঞার স্পষ্ট প্রমাণ। এ ধরনের কর্মকাণ্ড বিশ্বব্যাপী শান্তি ও নিরাপত্তার প্রচেষ্টাকে দুর্বল করে। বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়কে, বিশেষ করে জাতিসংঘ ও সংশ্লিষ্ট অংশীদারদের প্রতি আহ্বান জানিয়েছে- ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় আনতে এবং…
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিএনপি-সমর্থিত ছাত্রদলের প্রার্থীদের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভকামনা জানানোয় ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মোহাম্মদ মোজাফফর হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। তার স্থলে নাসিরনগর থানার ওসি আজহারুল ইসলামকে নতুন করে পদায়ন করা হয়েছে। সেদিন রাত ২টার দিকে ওসি মোজাফফরের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে একটি ডিজিটাল কার্ড পোস্ট করা হয়। সেখানে লেখা ছিল—“শুভকামনা ২১, ১৭, ০৮” যা ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ভিপি, জিএস ও এজিএস প্রার্থীদের ব্যালট নম্বর। পোস্টটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। রাজনৈতিক অঙ্গনেও ক্ষোভ সৃষ্টি হয়। তবে ওসি মোজাফফর হোসেন…
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটী ইউনিয়নের মোয়াকোলা ঈদগাহ মাঠসংলগ্ন হুরাসাগর নদী থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। বুধবার (১০ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম আলী। স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যার আগে আসাদুল নামের এক ব্যক্তি নদীতে কচুরিপানা কাটছিলেন। এ সময় হঠাৎ তিনি একজনকে বস্ত্রবিহীন অবস্থায় সাঁতার কাটতে দেখতে পান। মুহূর্তের মধ্যে তিনি ডুবে গেলে আসাদুল চিৎকার করেন। পরে আশপাশের লোকজন ছুটে এসে খোঁজাখুঁজি শুরু করে এবং এক পর্যায়ে মরদেহ উদ্ধার করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ থানায় নিয়ে আসে।ওসি আসলাম আলী জানান- প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডুবে যাওয়া ব্যক্তি মানসিক ভারসাম্যহীন হতে…
কুষ্টিয়ার দৌলতপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুগ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২ জন নিহত এবং অন্তত ৫ জন আহত হয়েছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান কান্দিপাড়া গ্রামে এ সংঘর্ষ হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ওসি মো. সোলাইমান শেখ। নিহতরা হলেন, বাগোয়ান কান্দিপাড়া গ্রামের বিছার সরদারের ছেলে সারভান সরদার (৩৫) ও হাসেম সরদারের ছেলে বায়জীদ সরদার (৪৫)। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বায়জীদ সরদার ও সোহেল মণ্ডল গ্রুপের মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। এর জেরে মঙ্গলবার গভীর রাতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। ধারাল অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই মারা যান সারভান সরদার। গুরুতর আহত অবস্থায় স্থানিয়রা উদ্ধার…
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে কাপ্তাই হ্রদের পানি। বাঁধের সবগুলো গেট খুলে দিয়েও পানির চাপ কমানো যাচ্ছে না। এতে হ্রদের আশপাশের শতাধিক গ্রাম ও হাজারো বাড়িঘর তলিয়ে গেছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টা থেকে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি গেট দিয়ে সাড়ে ৩ ফুট করে পানি ছাড়া হচ্ছে। কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে বলেন— “পাহাড়ি ঢলের কারণে লেকের পানির উচ্চতা বিপৎসীমা অতিক্রম করেছে। এজন্য রাতেই সবগুলো গেট খুলে দেওয়া হয়।” বুধবার সকাল ৮টায় পানির উচ্চতা ছিল ১০৮.৯০ ফুট মিন সি লেভেল, যেখানে ধারণক্ষমতা ১০৯ ফুট…
কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের বিমান হামলায় ৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন ফিলিস্তিনি সংগঠন হামাসের সদস্য এবং একজন কাতারের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সদস্য। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) স্থানীয় সময় বিকেলে দোহার উত্তর কাতারা এলাকায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এ হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, টানা ৮টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। প্রায় ১০ মিনিট স্থায়ী এই অভিযানে ১৫টি ইসরায়েলি যুদ্ধবিমান অংশ নেয়। ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে জানানো হয়েছে, হামাসের শীর্ষ নেতা খলিল আল হায়া এবং পশ্চিম তীর শাখার নেতা জাহের জাবারিনকে টার্গেট করেই এ হামলা…
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা সংশোধনের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এর ফলে চিকিৎসক ও প্রতিবন্ধী প্রার্থীদের বয়সসীমা সাধারণ প্রার্থীদের তুলনায় দুই বছর বেশি হয়ে ৩৪ বছর নির্ধারণ করা হচ্ছে। গত বছরের ১৮ নভেম্বর সরকার ‘সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যান্সিয়াল করপোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ অধ্যাদেশ, ২০২৪’ জারি করে। ওই অধ্যাদেশ অনুযায়ী, বাংলাদেশ সিভিল সার্ভিসসহ সব সরকারি চাকরির বয়সসীমা ৩২ বছর করা হয়। এতে আগে থেকে প্রযোজ্য বিশেষ সুবিধাগুলো বাতিল হয়ে যায়। যেমন— সাধারণ প্রার্থীদের জন্য বয়সসীমা ছিল ৩০ বছর, মুক্তিযোদ্ধা সন্তান, চিকিৎসক ও প্রতিবন্ধীদের জন্য বয়স ছিল ৩২ বছর, পঞ্চম ও ষষ্ঠ গ্রেডের কিছু…