
রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা যুগ্ম সমন্বয়কারী শামীমা সুলতানা মায়া পদত্যাগের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার সকালে নগরীর জিরো পয়েন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত পদত্যাগপত্র পড়ে শোনান তিনি।
শামীমা সুলতানা মায়া অভিযোগ করেন, দলের তৃণমূলে কাজ করতে গিয়ে তিনি নিয়মিত বাধার সম্মুখীন হচ্ছেন। মহানগর ও জেলা কমিটি তার কার্যক্রমে হস্তক্ষেপ করছে। প্রশাসনিক সহযোগিতা না পাওয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের মুখেও দলীয় সমর্থন পাননি বলে দাবি করেন তিনি।
নিজেকে নারী উদ্যোক্তা ও ব্যবসায়ী পরিচয়ে তুলে ধরে মায়া বলেন, পরিকল্পিতভাবে একটি চক্র তাকে ও অন্যান্য যুগ্ম সমন্বয়কারীদের অপমান করছে। এতে তার রাজনৈতিক অবদান প্রশ্নবিদ্ধ হচ্ছে।
পদত্যাগপত্রে তিনি লিখেছেন, সাম্প্রতিক পরিস্থিতি তার ব্যক্তিগত আদর্শ ও নৈতিকতার সঙ্গে সাংঘর্ষিক হয়ে উঠেছে। মিথ্যা অভিযোগ, বিভ্রান্তিমূলক প্রচারণা ও নানা কর্মকাণ্ডের কারণে নীতিগত অবস্থান ধরে রাখা সম্ভব হচ্ছে না। তাই দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
তবে সংবাদ সম্মেলনে মায়া কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আহ্বান জানান—রাজশাহীতে দলের কার্যক্রমে নিরাপত্তা নিশ্চিত ও হস্তক্ষেপ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে, নইলে তিনি স্থায়ীভাবে রাজনীতি থেকে সরে দাঁড়াবেন।