
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটী ইউনিয়নের মোয়াকোলা ঈদগাহ মাঠসংলগ্ন হুরাসাগর নদী থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। বুধবার (১০ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম আলী।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যার আগে আসাদুল নামের এক ব্যক্তি নদীতে কচুরিপানা কাটছিলেন। এ সময় হঠাৎ তিনি একজনকে বস্ত্রবিহীন অবস্থায় সাঁতার কাটতে দেখতে পান। মুহূর্তের মধ্যে তিনি ডুবে গেলে আসাদুল চিৎকার করেন। পরে আশপাশের লোকজন ছুটে এসে খোঁজাখুঁজি শুরু করে এবং এক পর্যায়ে মরদেহ উদ্ধার করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ থানায় নিয়ে আসে।
ওসি আসলাম আলী জানান- প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডুবে যাওয়া ব্যক্তি মানসিক ভারসাম্যহীন হতে পারেন। মরদেহের পরিচয় শনাক্ত ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।