
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার একমাত্র নৌকার হাট হলো কৈজুরী। আড়াই শ বছরের পুরোনো এ হাটটি একসময় এলাকার ঐতিহ্যের প্রতীক ছিল।
শাহজাদপুরের ভেতর দিয়ে প্রবাহিত পাঁচটি নদী—যমুনা, করতোয়া, হুড়াসাগর, বড়াল ও কোনাই—এবং অসংখ্য খাল-বিলকে ঘিরে নৌকার চাহিদা ছিল ব্যাপক। ফলে শুক্রবারের সাপ্তাহিক হাটে তিন থেকে চার হাজার ডিঙি নৌকা উঠত কেনাবেচার জন্য।
নৌকা বিক্রেতা দীনবন্ধু সূত্রধর বলেন, “আগে বিক্রি খুব ভালো হতো। কিন্তু এখন সব নদীতে সেতু তৈরি হয়েছে, খাল-বিল শুকিয়ে গেছে। নৌকার কদর আর নেই।”
বর্তমানে হাটে সর্বোচ্চ তিন থেকে চার শ নৌকা ওঠে। প্রতিটির দাম তিন হাজার থেকে সাত হাজার টাকার মধ্যে। তবে একসময়কার প্রাণচাঞ্চল্য আর নেই।
স্থানীয়রা জানান, সড়ক যোগাযোগের উন্নয়নই ঐতিহ্যবাহী কৈজুরী নৌকার হাট বিলুপ্তির প্রধান কারণ।