সাগর মিয়া, রংপুরঃ
হারাগাছ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মনজুরুল হাসান বুলেটের মাতা গত ২২ নভেম্বর ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে মরহুমার রুহের মাগফিরাত কামনায় শুক্রবার (২৮ নভেম্বর)বাদ মাগরিব হারাগাছ প্রেসক্লাবের উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শোকসভায় বক্তব্য রাখেন হারাগাছ প্রেসক্লাবের সভাপতি আয়নাল হক এবং সাধারণ সম্পাদক মো. সাগর মিয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মাসুদ পারভেজ, রতন রায়হান, রাজু মিয়া, বাপ্পী, রুবেলসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।
বক্তব্যে তাঁরা মরহুমার জীবদ্দশার মানবিকতা, আদর্শ ও সমাজসেবামূলক অবদানের কথা স্মরণ করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ধৈর্য ধারণের তৌফিক কামনা করেন। দোয়া মাহফিলে মরহুমার মাগফিরাত, জান্নাতুল ফেরদৌস নসিব এবং শোকাহত পরিবারের জন্য আল্লাহর রহমত প্রার্থনা করা হয়।


