Day: নভেম্বর ২৮, ২০২৫
রম্য লেখক, আমিনুল হকঃ ভোরের আলোয় বিল-ঝিলের সৌন্দর্য বেশ মনোরম অনুভূতির ছোঁয়া দেয়। যদিও বিলের সৌন্দর্য বিলই। তবে বিস্তীর্ণ বিল-ঝিলে গোলাপি শাপলার সারি যেন জলের উপর বিছানো ফুলের কার্পেট। তার মাঝে কচুরিপানার ভেলায় ভাসছে ভাহুক- কালো ধূসর গায়ে, লালচে পা তুলে কখনও জলের উপর হেঁটে বেড়ায়, আবার কখনও শাপলা পাতার আড়ালে হারিয়ে যায়। ভ গ্রামবাংলার জলাভূমি অঞ্চলে ডাহুক পাখির দেখা মিলে সারা বছর। এদের স্বভাব একটু লাজুক, তবে নিজের এলাকায় দারুন রক্ষণশীল। প্রজনন মৌসুমে ডাহুক দম্পতি তৈরি করে বাসা। বাসা সাধারণ কচুরিপানার উপর ভাসমান হয়ে থাকে। পানির ঢেউ বা হাওয়ায় দুললেও সেই বাসা থাকে স্থিরভাবে। তিন থেকে চারটি ডিম দেয় মা…



