সাগর মিয়া, রংপুরঃ
রংপুরে অনুষ্ঠিত আট দলের বিভাগীয় মহাসমাবেশে জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, “ভোটের চরিত্র পরিবর্তনে গণভোটই একমাত্র পথ। গণভোটে ‘হ্যাঁ’ ভোটের বিজয় সুনিশ্চিত করতে আমরা প্রস্তুত।”
বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে রংপুর কালেক্টরেট ঈদগাহ ময়দানে আয়োজিত এ সমাবেশে তিনি বলেন, “২০১৪, ২০১৮ এবং ২০২৪—প্রতিটি নির্বাচনে ভোটাধিকারকে অপহরণ করা হয়েছে। কোথাও বিনাভোটে নির্বাচন, কোথাও রাতের ভোট, আর কোথাও ভোটকেন্দ্র ফাঁকা। এমন নির্বাচন বাংলাদেশে আর চলতে দেওয়া হবে না।”
অধ্যাপক মুজিবুর রহমান আরও বলেন, “রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছাতে না পারায় গণভোটের প্রয়োজন দেখা দিয়েছে। গণভোট হওয়া দেশের জন্য ইতিবাচক বার্তা। যারা গণভোট বাধাগ্রস্ত করতে চায়, তাদের পরাজয় কেউ ঠেকাতে পারবে না।”
ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আদর্শ তুলে ধরে তিনি বলেন, “নামাজ কায়েম, জাকাত ব্যবস্থা প্রবর্তন, সৎকাজের প্রসার এবং অসৎকাজ প্রতিরোধ—এই চার নীতিই ইসলামভিত্তিক ন্যায়পরায়ণ রাষ্ট্রের ভিত্তি। ৫৪ বছরে কোনো সরকার জনগণের প্রকৃত কল্যাণে কাজ করেনি; ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থই ছিল তাদের লক্ষ্য।”
দেশে সুবিচার প্রতিষ্ঠার প্রসঙ্গে তিনি বলেন, “ইসলাম কায়েম ছাড়া দেশে প্রকৃত বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়। ‘উই ওয়ান্ট জাস্টিস’—এটাই আমাদের সংগ্রামের মূল লক্ষ্য।”
সমাবেশে এ টি এম আজহারুল ইসলাম, মাওলানা ইউসুফ আশরাফ, মাওলানা আহমদ আলী কাসেমী, শেখ সালাহউদ্দিন, মাওলানা আব্দুল মাজেদ আতহারী, মাওলানা আবু তাহের খান, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মুফতি মাহমুদুল হাসান, ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান ও আনোয়ারুল ইসলামসহ বিভিন্ন ইসলামী ও জাতীয় দলের নেতারা বক্তব্য রাখেন।


