জাতীয়করণের দাবিতে আন্দোলনরত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (২৯ অক্টোবর) দুপুর ২টার দিকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এ সংঘর্ষ হয়। এতে অন্তত ৫০ জন শিক্ষক আহত হয়েছেন।
আহতদের মধ্যে ২০ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল সূত্র।
আহত শিক্ষকরা জানান, তারা গত ১৭ দিন ধরে প্রেস ক্লাবের সামনে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবিতে অবস্থান ধর্মঘট করছিলেন। বুধবার দুপুরে বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যাওয়ার সময় পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ারগ্যাস ও জলকামান ব্যবহার করলে বহু শিক্ষক আহত হন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, “প্রেস ক্লাব এলাকা থেকে আহত প্রায় অর্ধশত শিক্ষক হাসপাতালে এসেছেন। তাদের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।”
শাহবাগ থানার ওসি খালিদ মুনসুর জানান, শিক্ষকরা সচিবালয়ের প্রবেশপথে স্থাপিত ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারগ্যাস, জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়। বর্তমানে এলাকা শান্ত রয়েছে।


