আদালতের নির্দেশে মামলার পুনঃতদন্ত শুরু, আসামির তালিকায় সামিরা হক ও আজিজ মোহাম্মদ ভাইঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুর ২৯ বছর পর অবশেষে আদালতের নির্দেশে হত্যা মামলা দায়ের হয়েছে। সোমবার আদালতের নির্দেশে পুনঃতদন্তের নির্দেশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই মামলাটি দায়ের করেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম।
মামলার এজাহারে আসামি হিসেবে সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, চলচ্চিত্রের খলনায়ক ডনসহ আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে।
এর আগে ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক সালমান শাহর মা নীলা চৌধুরীর রিভিশন আবেদন মঞ্জুর করে এই মামলার পুনঃতদন্তের নির্দেশ দেন। আদালত রমনা থানার ওসিকে মামলাটি হত্যা মামলা হিসেবে পুনরায় তদন্ত করে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন।
আদালতের চূড়ান্ত শুনানিতে উল্লেখ করা হয়, মৃত্যুর দিন সালমান শাহর দেহে আঘাতের চিহ্ন ও অস্বাভাবিক কিছু আলামত পাওয়া যায়, যেমন বুকের বাম পাশে কালো দাগ, মল ও বীর্য নিঃসরণ, এবং ঘর থেকে সিরিঞ্জ ও ক্লোরোফর্মযুক্ত ওষুধ উদ্ধার। এ সবই আত্মহত্যার ধারণাকে প্রশ্নবিদ্ধ করে।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে সালমান শাহর মৃত্যু ঘটে। তার স্ত্রী সামিরা হক ঘটনাটিকে আত্মহত্যা বলে দাবি করলেও পরিবার বরাবরই একে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে অভিযোগ করে আসছে।
সালমান শাহ, যার প্রকৃত নাম শাহরিয়ার চৌধুরী ইমন, অল্প সময়ে বাংলা চলচ্চিত্রে বিপুল জনপ্রিয়তা অর্জন করেন। ১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ দিয়ে অভিষেকের পর মাত্র সাড়ে তিন বছরের ক্যারিয়ারে তিনি ২৭টি চলচ্চিত্রে অভিনয় করেন।


