নীরবতা যেন এখন বিদ্যা সিনহা মিমের নিত্যসঙ্গী। কখনো হ্রদের ধারে নির্জন রিসোর্টে, চারপাশে সবুজে ঘেরা প্রকৃতির মাঝে তার হাসিমাখা মুখ; কখনো বা সুইমিংপুলে নির্ভার সময় কাটানো— এমনসব ছবিতে ভরে থাকে এই তারকার সামাজিক যোগাযোগমাধ্যম।
দেশের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের ফেসবুক পেজের ফলোয়ার সংখ্যা এখন সাড়ে ছয় মিলিয়নেরও বেশি। ভক্তদের চোখে তিনি শুধু সফল অভিনেত্রী নন, এক প্রাণবন্ত জীবনের প্রতীকও বটে।
তবু অনুরাগীদের মনে এক প্রশ্ন— ‘নতুন সিনেমায় কবে ফিরছেন মিম?’
২০২২ সালের ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘পরাণ’ সিনেমায় অনন্যা চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন মিম। রায়হান রাফীর পরিচালনায় এই সিনেমার সাফল্যে প্রমাণ মিলেছিল— মিম কেবল গ্ল্যামার নয়, তিনি গভীর চরিত্রেরও অভিনেত্রী।
তবে এরপরের সময়টা তুলনামূলক শান্ত।
‘দামাল’ ও ‘অন্তর্জাল’-এ অভিনয় করলেও ‘পরাণ’-এর সাড়া মেলেনি। তাই ভক্তদের আগ্রহও এখন নতুন সিনেমার দিকেই।
মিমের ব্যাখ্যা: ভালো কাজের অপেক্ষায় আছি ‘পরাণ’-এর পর সিনেমায় নীরব থাকার কারণ জানিয়ে মিম বলেন, আমি ইচ্ছে করলেই ১০-১৫টা সিনেমা করে ফেলতে পারতাম। কিন্তু মানহীন সিনেমা করতে চাই না। আমি ভালো কাজের অপেক্ষায় আছি। যখন ভালো কিছু হবে, তখন সবাই জানবেন।”
তিনি আরও বলেন, বছরে ডজনখানেক নিম্নমানের সিনেমা করার চেয়ে কোনো সিনেমা না করাই ভালো। দর্শকদের প্রত্যাশা ভাঙতে চাই না।”
গত কয়েক মাসে প্রায় অর্ধ-ডজন চিত্রনাট্য পড়েছেন মিম। এর মধ্যে বেশ কিছু গল্প তাঁর ভালো লেগেছে।
চলছে বেশ কজন নির্মাতার সঙ্গে আলোচনা। সব ঠিক থাকলে শিগগিরই নতুন সিনেমার ঘোষণা আসতে পারে।
বিজ্ঞাপনেই ব্যস্ত সময় চলচ্চিত্রের পাশাপাশি দেশের অন্যতম সেরা ব্র্যান্ড অ্যাম্বাসাডর মিম।
প্রায় সব বড় ব্র্যান্ডের সঙ্গেই তাঁর চুক্তি রয়েছে।
প্রতি মাসেই নতুন কোনো বিজ্ঞাপনের শুটে থাকেন ব্যস্ত।
জানা গেছে, নভেম্বরের শুরুতে মার্জারের নতুন বিজ্ঞাপনের শুটে মালদ্বীপে যাচ্ছেন তিনি। সেখান থেকে ফিরেই ভক্তদের জন্য হয়তো আসবে ‘নতুন সিনেমার সুখবর’।


