
ইসরায়েলের টানা বিমান ও স্থল হামলায় গাজা উপত্যকায় একদিনে আরও অন্তত ৯২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আল-জাজিরা জানিয়েছে, নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভোর রাত থেকে গাজার বিভিন্ন এলাকায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গাজার দক্ষিণাঞ্চল রাফাহ ও খান ইউনুস এলাকা। রাফাহর একটি আশ্রয়কেন্দ্রে হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন।
এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অক্টোবর ২০২৩ থেকে চলমান যুদ্ধে এ পর্যন্ত ৩৯ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েক লাখ মানুষ। একই সময়ে অনাহারে মারা গেছেন অন্তত ৩৭৫ জন।
অন্যদিকে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজায় অভিযান “শেষ পর্যায়ে” প্রবেশ করেছে। তিনি দাবি করেন, হামাসকে ধ্বংস করার জন্যই এ যুদ্ধ চালানো হচ্ছে।
তবে জাতিসংঘ বলছে, টানা অবরোধ ও হামলার কারণে গাজা এখন “মানবিক বিপর্যয়ের” মধ্যে আছে। সংস্থাটি জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে।
মানবাধিকার সংস্থাগুলো একে “গণহত্যা” হিসেবে অভিহিত করে বলছে, বেসামরিক মানুষের ওপর এভাবে হামলা চালানো আন্তর্জাতিক মানবাধিকার আইনের চরম লঙ্ঘন।